For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০ বছরে টালা বারোয়ারির পুজো, বিশেষ চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য

Google Oneindia Bengali News

করোনা আবহে দুর্গাপুজো আদৌও হবে কিনা তা নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। তবে সব সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস বাণীতে শহরের পুজো উদ্যোক্তারা কিছুটা হলেও স্বস্তিতে। প্রত্যেক বারের মতোই এ বছরও টালা বারোয়ারিতে রয়েছে চমক।

১০০ বছরে টালা বারোয়ারির পুজো


এ বছর টালা বারোয়ারির ১০০ বছরের পুজো। উত্তরের পুজোগুলির মধ্যে এই পুজো বরাবরই দর্শকদের নজর কেড়েছে আর প্রতি বছরই তাদের ঝুলিতে পুরস্কার জুটেছে। এ বছরও যে তার ব্যতিক্রম হবে না তা বলাই বাহুল্য। করোনা আবহে তাই এ বছরের পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। একশো বছর পূর্তি, আর পুজোতে অভিনবত্ব কিছু থাকবে না তা তো আর হয়না। অবশ্যই থাকছে চমক। তবে তা এখনই বলতে রাজি নন পুজো উদ্যোক্তারা। আর কিছুদিন যাক, তারপরই না হয় আসল চমকের কথা বলবেন তাঁরা। পুজোর এক উদ্যোক্তা জানিয়েছেন, টালা বারোয়ারি নিয়ে দর্শকদের সবসময়ই কৌতুহল রয়েছে। এ বছরও সেই কৌতুহল থাকবে। পুজোয় দারুণ এক চমক অপেক্ষা করছে, তবে আর কিছুদিন পরই তা প্রকাশ করা হবে। জানা গিয়েছে গত এক বছর ধরে লক্ষ্মীর ভাঁড় তৈরি করে পাড়ায় পাড়ায় চলেছে চাঁদা সংগ্রহ, এতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। ওই উদ্যোক্তা জানিয়েছে, স্যানিটাইজেশন গেট, স্যানিটাইজেশন, সামাজিক দুরত্ব সহ সরকারের সব বিধি ও নির্দেশিকা মেনেই এই পুজো করা হবে। আর পাঁচটা পুজোর মতোই করোনা ভাইরাস সংক্রান্ত সব বিধি মেনে চলা হবে।

English summary
100 year complete Tala Barowari puja, Special surprise waiting for viewers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X