For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেলুড়ে ভক্তের ঢল! জন্মদিনে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা

আজ ১২ জানুয়ারি শনিবার। স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মদিন। বেলুড়-সহ কলকাতার বিভিন্ন জায়গায় এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানেরআয়োজন করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

আজ ১২ জানুয়ারি শনিবার। স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মদিন। বেলুড়-সহ কলকাতার বিভিন্ন জায়গায় এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতেও। অনুষ্ঠানে ছাত্রছাত্রী থেকে মহারাজ, হাজির ছিলেন সবাই।

অনুষ্ঠানে ছাত্ররা

অনুষ্ঠানে ছাত্ররা

১৯ শতকে তাঁর জন্ম। আর দেশ এখন একবিংশ শতকে। মাঝে একটা শতক পেরিয়ে গেলেও আজও প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ। বেলুর মঠে এদিনের অনুষ্ঠানহয় একেবারে অন্যভাবে। জন্মদিন নয়। পালন করা হয় জন্ম তিথি। বৈদিক মন্ত্রোচ্চারণ ও সমবেত সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুরু হয় বেলুর মঠে। বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসেন শোভাযাত্রা করে। বেলুর মঠ প্রাঙ্গনে স্বামীজির ছবি নিয়ে প্রভাত ফেরিও হয়। মন্ত্রপাঠে অংশ নেওয়া ছাড়া সঙ্গীত পরিবেশনে অংশ নেন রামকৃষ্ণ মিশনের
ছাত্ররা।

অনুষ্ঠানে মহারাজ

অনুষ্ঠানে মহারাজ

প্রস্তাবনা পাঠে অংশ নেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের মস্বামী শান্তেশানন্দ মহারাজ। অনুষ্ঠানে সঙ্গীত ছাড়াও গীতি আলেখ্য, সেতার, কবিতা, যোগব্যায়াম প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। ছিল সমাপ্তি সঙ্গীত।

অগণিত ভক্তের ভিড়

অগণিত ভক্তের ভিড়

স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে বেলুড় মঠে ভিড় জমিয়েছেন বহু ভক্ত।

স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালিত হয়েছে তাঁর সিমলা স্ট্রিটের বাড়িতেও। রাজ্য জুড়ে ছিল এদিন বিভিন্ন অনুষ্ঠান।

(ছহি সৌজন্য: ফেসবুক)

English summary
Swami Vivekananda's birth anniversary is celebrated in Belur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X