For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্মীরা DA না পেলেও নিয়ম ভেঙে সরকারি সুবিধা মুখ্যসচিবকে! 'প্রমাণ' দিয়ে 'সত্য' জানতে চাইলেন শুভেন্দু অধিকারী

লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী যখন ডিও পাচ্ছেন না, সেই সময় নিয়ম ভেঙে সরকারি সুবিধা নিচ্ছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এমনটাই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

  • |
Google Oneindia Bengali News

যখন রাজ্য সরকারের কর্মীরা ডিএ পাচ্ছেন না, সেই সময় সরকারি ক্ষমতার ব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যসচিবের কাছে জানতে চেয়েছেন। উত্তর না পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।

মুখ্যসচিবকে চিঠি

বিরোধী দলনেতা এদিন টুইট করে বলেছেন, তিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি একটি নয়, দুটি সরকারি আবাস বিনামূল্যে রাখার অভিযোগ তুলেছেন। পাশাপাশি তিনি বাড়িভাড়া ভাতাও নিচ্ছেন। এব্যাপারে শুভেন্দু অধিকারী তথ্য তুলে ধরেছেন। তা পেশ করা তথ্য সত্যি কিনা তা জানাতেও মুখ্যসচিবকে বলেছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা আশা করছেন মুখ্যসচিব শীঘ্রই তাতে সাড়া দেবেন।

সুবিধা নিচ্ছেন ২০২০ সাল থেকে

অপর একটি টুইটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে এই সুবিধা নিয়ে আসছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই সময় তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন। বিনামূল্যে সরকারি বাংলোর সুবিধার পাশাপাশি তিনি বাড়ি ভাড়া ভাতা হিসেবে বছরে ১৬.৪ লক্ষ টাকা নিচ্ছেন। অর্থসচিব থাকার সময় তিনি এই বিশেষ সুবিধা প্রদান করেছিলেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে, এমনটাও অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।

স্থাবর সম্পত্তির রিটার্ন পেশ

বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যসচিবের সর্বশেষ বাৎসরিক স্থাব সম্পত্তির রিটার্ন প্রকাশ করে বলেছেন মুখ্যসচিব তাঁর ব্যক্তিগত বাসস্থান ভাড়া দিয়েও উপার্জন করেছেন। কলকাতাতেই দুটি জায়গায় রয়েছে স্থাবর সম্পত্তি। প্রথমটি হল নিউটাউনের একটি জি+৪ বাংলো। সেখান থেকে তিনি বাৎসরিক ১৫,৮৪,০০০ টাকা পেয়ে থাকেন। এছাড়াও নিউটাউনের ইউনি ওয়ার্ল্ড সিটি গার্ডেনের ফ্ল্যাট ভাড়া দিয়ে বছরে ৪,৮০,০০০ টাকা পেয়ে থাকেন।

 নিচ্ছেন আরও সুবিধা

নিচ্ছেন আরও সুবিধা

বিরোধী দলনেতা দাবি করেছেন, পিডব্লুডির আধিকারিকদের থেকে তিনি জানতে পেরেছেন, মুখ্যসচিব ১২ বালিগঞ্জ সার্কুলার রোডে অতিরিক্ত একটি সরকারি আবাস নিজের ব্যবহারের জন্য রেখেছেন।

বিরোধী দলনেতার হুঁশিয়ারি

বিরোধী দলনেতার হুঁশিয়ারি

শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি জনপ্রতিনিধি এবং বিরোধী দলনেতা হিসেবে, তাঁকে (মুখ্যসচিব) সাত দিনের মধ্যে বিষয়টি নিয়ে জবাব দিতে অনুরোধ করছেন। যা পাঠাতে হবে বিধানসভা, তাঁর কাছে। সেখানে তিনি কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হল, ঘটনাটি কি সত্যি? সরকারি আবাস দখলে রাখার পরেও কীভাবে তিনি বাড়ি ভাড়া ভাতা তুলতে পারে? যদি তাই হয়ে থাকে, তাহলে কোন আদেশ বলে তা করা হচ্ছে? বিরোধী দলনেতা আরও বলেছেন, যদি বিষয়টি সত্যি হয়, তাহলে তা হবে লজ্জার। কেননা লক্ষ লক্ষ সরকারি কর্মী যখন ডিএ পাচ্ছেন না, সেই সময় নিজের জন্য নিজেই বছরে ১৬.৪ লক্ষ টাকার ব্যবস্থা করে ফেলেছেন।

বিজেপির জোটসঙ্গীকে দ্রুত সিদ্ধান্তের আর্জি, ভিডিও বার্তায় সময় বেঁধে দিলেন প্রদ্যোৎকিশোর বিজেপির জোটসঙ্গীকে দ্রুত সিদ্ধান্তের আর্জি, ভিডিও বার্তায় সময় বেঁধে দিলেন প্রদ্যোৎকিশোর

English summary
Suvendu Adhikari targets CS Hari Krishna Dwivedi for getting Govt benefits by breaking rules.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X