For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়লা কাণ্ডে হাজার কোটি প্রভাবশালীর কাছে! CBI চার্জশিটের বয়ান উল্লেখ করে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

যেটা বলেন, ভেবে বলেন। আর যা বলেন তা করে দেখান। সেই কারণে পরিষদীয় দল এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁর ওপরে আস্থা রেখেছেন। এদিন বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে তার আগে

  • |
Google Oneindia Bengali News

যেটা বলেন, ভেবে বলেন। আর যা বলেন তা করে দেখান। সেই কারণে পরিষদীয় দল এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁর ওপরে আস্থা রেখেছেন। এদিন বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে তার আগে তিনি কয়লা দুর্নীতি কাণ্ডে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হাজার কোটি পৌঁছে দেওয়ার বিস্ফোরক অভিযোগ করেন। এব্যাপারে তিনি কয়লা দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত গুরুপজ মাঝির বিরুদ্ধে সিবিআই-এর দেওয়া চার্জশিটের কথা উল্লেখ করেন।

কয়লা কেলেঙ্কারি ২৪০০ কোটির

কয়লা কেলেঙ্কারি ২৪০০ কোটির

এদিন সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গুরুপদ মাঝির বিরুদ্ধে সিবিআই চার্জশিটের উল্লেখ করে বলেন, কয়লা কেলেঙ্কারি ২৪০০ কোটির। যা আয়কর তল্লাশিতে উঠে এসেছে। গত জুলাই মাসে এই মামলায় প্রথম চার্জশিট দাখিল করে সিবিআই। সেখানে ৪১ জন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়। সেই তালিকায় বেশ কয়েকটি সংস্থার বনাম ছাড়াও অনুপ মাঝি, বিনয় মিশ্র, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের আট প্রাক্তন আধিকারিকের নাম উল্লেখ করা হয়েছিল।

নাম না করে অভিষেককে নিশানা

নাম না করে অভিষেককে নিশানা

রাজ্যের বিরোধী দলনেতা এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না উল্লেখ করে বলেছএন, ২৪০০ কোটির মধ্যে ১০০০ কোটি পৌঁছে দেওয়া হয়েছিল এক প্রভাবশালীর কাছে, যিনি রাজ্যের প্রশাসন, পুলিশ ও শাসকদল চালান। তিনি বলেন, এই মামলার শুনানি রয়েছে ১২ ডিসেম্বর। সেই কারণে তিনি এর থেকে বেশি কিছু বলছেন না। তবে চার্জশিট সাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাওয়ার তিনি এইসব তথ্য উল্লেখ করলেন বলেও জানান।

কোথায় কাদের মাধ্যমে টাকা

কোথায় কাদের মাধ্যমে টাকা

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, চার্জশিটে রয়েছেন ২০১৪-১৫ আর্থিক বছর নিয়ে পরপর তিন বছর সুভাষ আগরওয়ালের কোম্পানির মাধ্যমে টাকা গিয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে। প্রসঙ্গত এই কোম্পানি দুই ডিরেক্টর বলেন লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়। যা কাজ শুরু করে ২০১২-র ১৯ এপ্রিল। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই সংস্থার সর্বময় কর্তা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু অধিকারী এদিন চার্জশিটের তিনটি পাতার উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ৪৪৪ নম্বর পাতায় প্রতীক দেওয়ানের ভূমিকা, ৪৪০ পাতায় এইচআর ইনফ্রাকন এবং ৬৮ নম্বর পাতায় অনুপ মাঝির বয়ান রয়েছে।

নাম করে বলুক চ্যালেঞ্জ তৃণমূলের

নাম করে বলুক চ্যালেঞ্জ তৃণমূলের

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিস্ফোরক তথ্য সামনে আনার পরে তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারীকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন দলের মুখপাত্র তথা অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁরা বলেছেন, শুভেন্দু অধিকারী কেন সরাসরি নাম বলছেন না। কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীকে চোর, তোলাবাজ বলেন আক্রমণ করেন।

SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় নতুন সিট প্রধানের নাম চূড়ান্ত! সাতদিনের মধ্যে কাজে যোগ দিতে নির্দেশ বিচারপতিরSSC-র নিয়োগ দুর্নীতি মামলায় নতুন সিট প্রধানের নাম চূড়ান্ত! সাতদিনের মধ্যে কাজে যোগ দিতে নির্দেশ বিচারপতির

English summary
Suvendu Adhikari targets Abhishek Banerjee mentioning CBI chargesheet on Gurupada Majhi in Coal scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X