For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার দলে শুভেন্দুর 'স্পাই'! ভাইপোর একটি বাড়িতেই খরচ ৭০ কোটি, আয়ের উৎস নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার

রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) তৃণমূল (Trinamool Congress) বিধায়ককে ভয় দেখানোর অভিযোগকে চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, শুভেন্দু অধিকারী দেউলিয়া হয়ে যায়

Google Oneindia Bengali News

রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) তৃণমূল (Trinamool Congress) বিধায়ককে ভয় দেখানোর অভিযোগকে চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, শুভেন্দু অধিকারী দেউলিয়া হয়ে যায়নি। বিরোধী দলনেতা বলেন, ওদের (তৃণমূলের) ভিতরেও তাঁর অনেক লোক রয়েছে। ভাইপোর বাড়ি কয়লার টাকায় তৈরি বলেও অভিযোগ করেন তিনি।

মমতার দলে শুভেন্দুর 'স্পাই'

মমতার দলে শুভেন্দুর 'স্পাই'

রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর বিরুদ্ধে তৃণমূল বিধায়ক ভয় দেখানোর অভিযোগ করেছিলেন। এদিন শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করে বলেন, পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কল রেকর্ড থাকার কথা। তা যদি দেখাতে পারে, তাহলে তিনি শুধু বিরোধী দলনেতারপদ থেকে নয়, রাজনীতিই ছেড়ে দেবেন। তারপরেই শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলের অন্দরে তাঁর লোক অনেক রয়েছে। সাংবাদিকদের বলাতে হবে না। তিনি দাবি করেন, তৃণমূলের অন্তত ৫০ জন বিধায়ককে তিনি ওই দলে থাকার সময়ে
নিয়ে এসেছিলেন। নাম বলে তিনি ঝড়গা লাগাতে চান না। তিনি বলেন বিষয়টি ভাইপো না জানলেও মমতা বন্দ্যোপাধ্যায় ভাল করেই জানেন। বিরোধী দলনেতা বলেন, দীর্ঘ ২১ বছর তৃণমূলে থাকার সময় কতজনকে তৃণমূলে এনেছিলেন, তা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন।আর এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জেতার ব্যবধান এতটাই বেশি হবে, এইভাবে .জেতার কোনও প্রয়োজন পড়বে না। দলের নির্দেশ ছিল ১৬ জন সাংসদ এবং ৭০ জন বিধায়ক যেন ভোট দেন।

পশ্চিমবঙ্গের ভোটের ওপরে জয় পরাজয় নয়

শুভেন্দু অধিকারী বলেন, দল কখনই বলেনি বিজেপির ৭০ জনের জায়গায় ৭১ জনকে দ্রৌপদী মুর্মুর তরফে ভোট দেওয়াতে হবে। কেননা পশ্চিমবঙ্গের ভোটের ওপরে রাষ্ট্রপতি নির্বাচনের জয় পরাজয় নির্ভর করছে না। আর বিজেপির প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি, শুধু ঘোষণাই বাকি।
তিনি বলেন, তৃণমূলকে তাড়া করছে ১৯৫৬ ভোটে হারার আতঙ্ক। সেই আতঙ্ক থেকে তৃণমূল বেরিয়ে আসতে পারছে না। বিজেপি রাজ্যের সেটিং নয়, রিয়েল অপোজিশন। সেই কারণেই বিরোধী দলনেতা প্রত্যেক ক্ষেত্রে জড়ানোর চক্রান্ত, অভিযোগ শুভেন্দু অধিকারীর।

গোহারা হারবেন যশবন্ত সিনহা

এদিন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা অভিযোগ করেছেন, রাষ্ট্রপতি নির্বাচনেও টাকার খেলা চলেছে। এই অভিযোগ সম্পর্কে শুভেন্দু অধিকারী বলেন, গোহারা হারবেন, সেই কারণেই এই অভিযোগ। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে আইন প্রণেতারা ভোট দেন। তাঁরা রাষ্ট্রপতি নির্বাচনে এই ধরনের প্রার্থীকে কখনই ভোট দেবেন না। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ১ শতাংশও ক্রস ভোট হয় না। সেখানে ৬৭% ভোটার আশ্বস্ত করেছেন ভোট দেওয়ার। অন্যদিকে তিনি প্রশ্ন করেন, যশবন্ত সিনহাকে যাঁরা গাছে তুলে দিয়েছিলেন, তাঁরা এখন কোথায়? যশবন্ত সিনহা নিজের ঘর ঠিক রাখতে পারেননি। ঝাড়খণ্ডে একদিকে যেমন কংগ্রেস বিধায়করা বিদ্রোহ করেছে অন্যদিকে হেমন্ত সোরেন ভোট দিয়েছেন দ্রৌপদী মুর্মুর পক্ষে। তিনি প্রশ্ন করেছেন, কেন যশবন্ত সিনহা পশ্চিমবঙ্গে প্রচার করলেন না।

কয়লার টাকায় ভাইপোর বাড়ি

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ভাইপোর শান্তিনিকেতন তৈরি হয়েছে গরিব চা বিক্রেতাকে তুলে দিয়ে। তিনি প্রশ্ন করেন, ভাইপোর বাড়ি তৈরি করতে খরচ হয়েছে ৭০ কোটি। তাঁর আয়ের উৎস কী? তাঁর আরও প্রশ্ন ক্যামাক স্ট্রিটে যে অফিস চলে, সেটা কার। সেখানে তো প্রতি স্কোয়ার ফিটের মূল্য ৩০ হাজার টাকা। তপশিয়ায় অফিস থাকা সত্ত্বেও অক্ষয় তৃতীয়ায় বাইপাশের পাশে যে অফিস উদ্বোধন করা হয়েছে, সেটা তো সেভেন স্টার। কেন বিজেপি বিধায়কদের সবাইকে কলকাতায় থাকার জায়গার বন্দোবস্ত করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন শুভএন্দু অধিকারী। সেই তালিকায় যে তিনিও রয়েছেন সেই কথাও জানিয়েছেন বিরোধী দলনেতা।

ভারী থেকে অতিভারী বৃষ্টি, ফের কি ভাসবে উত্তরবঙ্গ? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসভারী থেকে অতিভারী বৃষ্টি, ফের কি ভাসবে উত্তরবঙ্গ? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

English summary
Suvendu Adhikari claims 50 mlas of TMC joined with help of him, also targets Abhishek Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X