For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'উনি সংবিধানের উপরে নন', সিএএ শুরু হয়ে গিয়েছে বলে মমতাকে পালটা বার্তা শুভেন্দুর

উনি কি পার্লামেন্টের উপরে! ইতিমধ্যেই গুজরাতে সিএএ শুরু হয়ে গিয়েছে। এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানের মুহূর্তে অনুপস্থিত থাকলেও পরে রাজভবনে আসেন তিনি

  • |
Google Oneindia Bengali News

উনি কি পার্লামেন্টের উপরে! ইতিমধ্যেই গুজরাতে সিএএ শুরু হয়ে গিয়েছে। এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানের মুহূর্তে অনুপস্থিত থাকলেও পরে রাজভবনে আসেন তিনি। কার্যত সৌজন্য সাক্ষাৎ করতেই রাজভবনে পৌঁছন বিরোধী দলনেতা।

আর এরপরেই রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানে মুখ্যমন্ত্রীর সিএএ ইস্যুতে বার্তা দেন বিরোধী দলনেতা। একই সঙ্গে পরিবারবাদ এবং তোষন নীতির তীব্র সমালোচনা করেন তিনি। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

সময় কথা বলবে।

সময় কথা বলবে।

বলেন, সময় কথা বলবে। তবে কোনও বিল রাজ্য সভা কিংবা লোকসভাতে পাশ করার পর রাষ্ট্রপতি অনুমোদন দিয়ে দিলে তা আটকানোর ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই বলে দাবি নন্দীগ্রামের বিধায়কের। শুধু তাই নয়, ভারতবর্ষের সংবিধানের ইপরে মমতা বন্দ্যোপাধ্যায় নন বলেও তোপ তাঁর। এছাড়াও সিএএ ইস্যুতে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন। ভোটের রাজনীতি করতেই এমন কাজ উনি আক্রমণ করেন বলেও নজিরবিহীন আক্রমণ শুভেন্দু অধিকারী।

 ফের একবার সিএএ ইস্যুতে কথা মমতার

ফের একবার সিএএ ইস্যুতে কথা মমতার

বলে রাখা প্রয়োজন, আজ বুধবার ফের একবার সিএএ ইস্যুতে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এনআরসির নাম করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। নিজের অধিকার ছিনিয়ে নিন। ভোটার তালিকায় নাম তুলুন। বুল্ডোজার চালিয়ে উদ্বাস্তুদের উচ্ছেদ করা যাবে না বলে মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে শুভেন্দু অধিকারীকেও নিশান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই রাজভবনের বাইরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিলেন বিরোধী দলনেতা।

অভিযোগ জানাতে আসিনি

অভিযোগ জানাতে আসিনি

অন্যদিকে পরিবারবাদ এবং তোষন নিয়েও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেন তিনি। পাশাপাশি কেন্দ্র সমস্ত বরাদ্দ বন্ধ করে দিচ্ছে বলে এদিন বিধানসভাতে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে বিরোধী দলনেতার দাবি, আপনি ঠিক মতো চলুন, কোথাও কোনও সমস্যা হবে না। চুরি ধরেছি বলে ওনার যন্ত্রণা হচ্ছে বলেও আক্রমণ বিজেপি নেতার। তবে আজ রাজভবনে কোনও অভিযোগ জানাতে আসেননি বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। স্বাগত জানাতেই তাঁর রাজভবনে আসা বলেও জানিয়েছেন তিনি। তবে আসন নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী।

শপথ অনুষ্ঠানে যোগ দেননি শুভেন্দু

শপথ অনুষ্ঠানে যোগ দেননি শুভেন্দু

বলে রাখা প্রয়োজন, আজ রাজ্যপালের শপথ অনুষ্ঠানে যোগ দেননি শুভেন্দু অধিকারী। গরহাজিরা থাকার কারণ হিসেবে বর্ণনা করেন দলবদল করা দুই বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও বিশ্বজিৎ দাসের পাশে তাঁর আসন রাখা হয়েছে। সেই কারণেই বিরোধী দলনেতার পদমর্যাদা অক্ষণ্ণ রাখতেই তিনি গরহাজির থেকেছেন বলে জানিয়েছেন। শুধু তাই নয়, প্রতিহিংসা করতেই বিরোধী দলনেতার চেয়ার সবার পিছনে রাখা হয়েছে বলে দাবি শুভেন্দু অধিকারী।

English summary
Suvendu adhikari says CAA has been started, claims CM is not above Constitution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X