For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গলফ গ্রিনের দীপঙ্কর সাহার মৃত্যু তদন্তে CBI দাবি করে মামলা! মমতার বাড়ি কি অভয়ারণ্যে, প্রশ্ন শুভেন্দুর

গলফ গ্রিনে (Galf Green) দলের কর্মী দীপঙ্কর সাহা অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই (CBI) তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টে (High Court) মামলা করা হবে। এব্যাপারে পরিবারের পাশে থাকবে বিজেপি। এদিন দীপঙ্কর সাহার মা ও বাবারস

  • |
Google Oneindia Bengali News

গলফ গ্রিনে (Galf Green) দলের কর্মী দীপঙ্কর সাহা অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই (CBI) তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টে (High Court) মামলা করা হবে। এব্যাপারে পরিবারের পাশে থাকবে বিজেপি। এদিন দীপঙ্কর সাহার মা ও বাবার সঙ্গে দেখা করার পরে এমনটাই বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

দীপঙ্কর সাহা মৃত্যু বিতর্ক

দীপঙ্কর সাহা মৃত্যু বিতর্ক

৫ অগাস্ট ভোরে এমআর বাঙুর হাসপাতালে মারা যান গলফ গ্রিনের যুবক দীপঙ্কর সাহা। পুলিশের মারেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। তাদের অভিযোগ গত রবিবার দুপুর ২ টোয় দীপঙ্করকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়পুলিশ। আর রাত নটার সময় গুরুতর আহত অবস্থায় আজাদগড় মোড়ে ফেলে দিয়ে যায় পুলিশ। এই ঘটনায় এক এসআই, এক কনস্টেবল এবং এক সিভিক ভলান্টিয়ার-সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই তিনজনকে ক্লোজ করা হয়েছে।

পরিবারের সঙ্গে সাক্ষাৎ বিরোধী দলনেতার

পরিবারের সঙ্গে সাক্ষাৎ বিরোধী দলনেতার

এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দীপঙ্কর সাহার পরিবারের সঙ্গে দেখা করেন। তিনিও অভিযোগ করেছেন, পুলিশের মারেই মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি বলেছেন, এলাকায় তৃণমূলের এমনই দাপট যে তারা না বললে গাছের পাতাও নড়ে না। শুধু পুরসভার ভোটেই নয় বিধানসভা ও লোকসভার ভোটেও এলাকায় বিরোধীরা এজেন্ট দিতে পারে না। সেই এলাকাতেই দীপঙ্কররের পরিবার বিজেপি করে। এমনই এক পরিবারের সদস্যকে মেরে বার্তা দেওয়া হল, রাস্তায় বেরনো যাবে না।

 সিবিআই তদন্তের দাবিতে মামলা হবে হাইকোর্টে

সিবিআই তদন্তের দাবিতে মামলা হবে হাইকোর্টে

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দীপঙ্কর সাহার মৃত্যুর প্রতৃত কারণ জানতে হাইকোর্টে সিবিআই তদন্ত দাবি করে মামলা করা হবে। সেক্ষেত্রে পুলিশের দাবি, ওই যুবক মাদকাশক্ত ছিল, সেই বিষয়টিরও তদন্ত করা যাবে। তিনি প্রশ্ন করেন, যে এসআই দীপঙ্করদের বাড়ি এসে তাঁকে তুলে নিয়ে গিয়েছিল, কার নির্দেশে এসেছিল। তিনি অভিযোগ করে বলেছেন, অরূপ বিশ্বাস কিংবা ভাইপোর অফিস থেকে সিপিকে এবং সিপি অত্যাচারী আকাশ মাঘারিয়াকে দীপঙ্করের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। সেই মতো ওসি এসআইকে নির্দেশ দিয়েছিলেন। এদের সব কল রেকর্ড পরীক্ষার দাবি করেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন, এর পরে ডিসির অফিসে বিক্ষোভ হবে এবং পরে লালবাজার অভিযান করবে বিজেপি।

 মমতার বাড়ি কি অভয়ারণ্যে

মমতার বাড়ি কি অভয়ারণ্যে

এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, কলকাতা পুলিশ সর্বোতভাবে চেষ্টা করছে কীভাবে শান্তিনিকেতনে টাকা সুরক্ষিত থাকবে, ভাইপো সুরক্ষিত থাকবে, তারই চেষ্টা করছে। তিনি আরও বলেন পিসিমনির পাড়ায় সবাইকেআলাদা আইকার্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, ভারতে সবার পরিচিতি হল আধার কার্ডে। কিন্তু ওই পাড়ায় কলকাতা পুলিশের তরফে আলাদা করে কার্ড দেওয়া হয়েছে। এমন কী বাড়ির চারপাশ থেকে লোকজনকে তুলে সরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।জায়গাটিকে আলাদা অভয়ারণ্যে পরিণত করা হয়েছে।

বিজেপিকে আক্রমণ নীতীশ কুমারের দলের! জোট নিয়ে সিদ্ধান্ত কি মঙ্গলবার, জল্পনা তুঙ্গেবিজেপিকে আক্রমণ নীতীশ কুমারের দলের! জোট নিয়ে সিদ্ধান্ত কি মঙ্গলবার, জল্পনা তুঙ্গে

English summary
Suvendu Adhikari says BJP will appeal to Calcutta HC for CBI enquiry on death of Dipankar Saha of Golf green
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X