For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Suvendu Adhikari: রাজ্যে আরও এক নিয়োগ কেলেঙ্কারি! কীসের ভিত্তিতে প্রার্থী নির্বাচন, প্রশ্ন শুভেন্দু অধিকারীর

শিক্ষক নিয়ে এবং শিক্ষা দফতরে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় তদন্ত করছে ইডি-সিবিআই। ইতি মধ্যেই সেই মামলায় জেলে এক প্রাক্তনমন্ত্রী, এক বিধায়ক-সহ শিক্ষা দফতরের বেশ কয়েকজন কর্তা। সেই পরিস্থিতিতে রাজ্যে

  • |
Google Oneindia Bengali News

শিক্ষক নিয়ে এবং শিক্ষা দফতরে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় তদন্ত করছে ইডি-সিবিআই। ইতি মধ্যেই সেই মামলায় জেলে এক প্রাক্তনমন্ত্রী, এক বিধায়ক-সহ শিক্ষা দফতরের বেশ কয়েকজন কর্তা। সেই পরিস্থিতিতে রাজ্যে আরও এক নিয়োগ দুর্নীতির ইঙ্গিত করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি টুইট করে বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের আগে হোমগার্ড নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলেছেন। যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

 রাজ্যে আরও একটি নিয়োগ কেলেঙ্কারি

রাজ্যে আরও একটি নিয়োগ কেলেঙ্কারি

রাজ্যে আরও একটি নিয়োগ কেলেঙ্কারি। এমনটাই টুইট শুভেন্দু অধিকারীর। তিনি বলেছেন, তু তাড়াতাড়ি এই প্রক্রিয়াও আইন-আদালত এবং আইনি প্রক্রিয়া জড়িয়ে পড়বে। তিনি বলেছেন, বঞ্চিত প্রার্থীদের একটা অংশ ন্যায়বিচারের জন্য দরজায় কড়া নাড়তে পারেন বলেও ইঙ্গিত করেছেন তিনি।

ছয় মাসের জন্য হাজার হাজার হোমগার্ড

ছয় মাসের জন্য হাজার হাজার হোমগার্ড

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন টুইট করে বলেছেন, রাজ্যের স্বরাষ্ট্র দফতর, ছয়মাসের জন্য হাজার হাজার অস্থায়ী হোমগার্ডকে নিয়োগ করছে। প্রতিদিন তাঁদের দেওয়া হচ্ছে ৫৬৫ টাকা করে। চিনি সেখানে আরও বলেছেন, এই নিয়োগের ব্যাপারে প্রকাশ্যে কোনও ঘোষণা না হওয়ায় সম্ভাবত তৃণমূল ক্যাডারদের পঞ্চায়েত নির্বাচনের আগে নিযুক্ত করা হচ্ছে কিংবা ঘুষের বিনিময়ে পদ বিক্রি করা হচ্ছে।

কোন জেলা থেকে কত জন

টুইটে শুভেন্দু অধিকারী গত ৩১ ডিসেম্বরের একটি সরকারি নির্দেশিকার কথা তুলে ধরেছেন। সেখানে বলা হয়েছে, ২৮০০ জন আগে থেকে কাজ করা হোমগার্ডের পাশাপাশি আরও ১৬১৫ জন হোমগার্ডকে অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে, আগামী ছয়মাসের জন্য। বাড়তি এই নিয়োগ করা হবে হাওড়ায় ২০০ জন, ঝাড়গ্রামে ৩০ জন, পূর্ব বর্ধমানে ৪৫০ জন, পশ্চিম মেদিনীপুরে ১০০ জন, পূর্ব মেদিনীপুরে ৫০ জন, হুগলি গ্রামীণে ২১০ জন, এডিপিসিতে ৩০০ জন এবং হাওড়া গ্রামীণে ২৭৫ জন।

শুভেন্দু অধিকারীর প্রশ্নবাণ

অপর এক টুইটে শুভেন্দু অধিকারী একের পর এক প্রশ্নবাণ ছুঁড়েছেন রাজ্য প্রশাসনের প্রতিষ সেখানে তিনি বলেছেন একজন যোগ্যপ্রার্থী কীভাবে শূন্যপদ সম্পর্কে জানতে পারবেন এবং পদটির জন্য আবেদন করবেন? ইতিমধ্যেই যাঁদের হোমগার্ড হিসেবে নিয়োগ করা হয়েছে, তাঁদের নিয়োগ প্রক্রিয়া কি বিস্তারিত জানাতে পারবে রাজ্য স্বরাষ্ট্র দফতর, সেই প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী। এঁদের কীভাবে বাছাই করা হল, কে বেছে নিলেন আর এর মানদণ্ডই বা কী ছিল, সেই প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি উলুবেড়িয়া থানায় নিয়োগ হওয়া ২৬ জনের নাম তুলে ধরে প্রশ্ন করেছেন, কীভাবে এঁদের নির্বাচন করা হল, কেই বা এঁদের নির্বাচন করলেন আর কীসের ভিত্তিতে এই নির্বাচন করা হল?

Amartya Sen: অসহনশীলতা দীর্ঘস্থায়ী হবে না! জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক অমর্ত্য সেনেরAmartya Sen: অসহনশীলতা দীর্ঘস্থায়ী হবে না! জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক অমর্ত্য সেনের

(ছবি সৌজন্য: শুভেন্দু অধিকারীর ফেসবুক প্রোফাইল)

English summary
Suvendu Adhikari questions criteria for Home Guard recruitment before Panchayat election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X