
নূপুর শর্মার থেকে বেশি অপরাধ! মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে ব্যবস্থা নিতে চরমসীমা শুভেন্দু অধিকারীর
বিশ্বনবীকে নিয়ে মন্তব্যের জেরে বিজেপির (BJP) সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিরুদ্ধে এই রাজ্যে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। যার ভিত্তিতে সমন পাঠাচ্ছে কলকাতা ও রাজ্য পুলিশ। কিন্তু এরই মধ্যে 'কালী'কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) । তাঁর বিরুদ্ধেও এফআইআরদায়ের করা হলেও পুলিশের সক্রিয়তা দেখা যাচ্ছে না বহলে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এব্যাপারে এদিন তিনি রাজ্য পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন, দরকারে তিনি হাইকোর্ট পর্যন্ত যাবেন।
|
মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর মধ্যপ্রদেশে
পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কালীকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যে বিরুদ্ধে এফআইআর শুরু হয়েছে। এফআইআর হয়েছে মধ্যপ্রদেশেও। ২৯৫ ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার
অভিযোগ আনা হয়েছে এফআইআর-এ।
বিতর্ক তৈরি বলেও নিজের মন্তব্য থেকে সরে যাননি মহুয়া মৈত্র। টুইটে তিনি বিজেপির উদ্দেশে বলেছেন, সবার কাছে মিথ্যা বলা তাদেরকে ভাল হিন্দু বানাবে না। তিনি কোনও ফিল্ম কিংবা পোস্টারকে সমর্থন করেননি কিংবা ধূমপান শব্দ
উল্লেখ করেননি। সঙ্গে তিনি বলেছেন, তারাপীঠে মা কালীকে ভোগ হিসেবে কী খাবার ও পানীয় দেওয়া হয়, তা দেখার পরামর্শ দিয়েছেন তিনি। শেষে বলেছেন জয় মা তারা।
|
মন্তব্য ব্যক্তিগত
তৃণমূল মহুয়া মৈত্রের বিতর্ক থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করছে। এদিন বিবৃতি দিয়ে তৃণমূলের তরফে মুখপাত্র সুখেন্দুশেখর রায় বলেছেন, মহুয়া মৈত্র যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত। দল এই মন্তব্যকে সমর্থন করে না।
শুভেন্দুর হুঁশিয়ারি
মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে এদিন তীব্র হুঁশিয়ারি দিয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বাংলার একজন কুলাঙ্গার সাংসদ। এনিয়ে তাঁর রাজনৈতিক দল কী বলল, তাতে কিছু যায় আসে না। কেননা সেটা কোম্পানি।
পশ্চিমবঙ্গের পুলিশের উদ্দেশে তিনি বলেছেন, যদি অশোকস্তম্ভের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে পদক্ষেপ করতে হবে। নূপুর শর্মার বিরুদ্ধে রাজ্যের পুলিশ যেভাবে সক্রিয় হয়ে উঠেছে, মহুয়া মৈত্র তার থেকেও বেশি অপরাধ করেছেন। তাঁর
বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নিতে হবে। শুভেন্দু অধিকারী বলেন, মহুয়া মৈত্রের বিরুদ্ধে শতশত এফআইআর দায়ের করা হচ্ছে। এইসব এফআইআর নিয়ে যদি ১০ দিনের মধ্যে পুলিশ কোনও ব্যবস্থা না নেয়, তাহলে ১১ তম দিনে পুলিশের
ইনঅ্যাকশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবেন।

মহুয়া মৈত্রের যে মন্তব্য নিয়ে বিতর্ক
এক তামিল পরিচালকের তথ্যচিত্রে মা কালীর পোস্টারকে ঘিরে বিতর্ক শুরু। যা নিয়ে বিভিন্ন রাজ্যে এফআইআর হয়েছে। এক অনুষ্ঠানে মহুয়া মৈত্রকে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, যগি কেউ ভুটান কিংবা সিকিমে যান, তাহলে তাঁরা দেখবেন পুজোর সময়দেবদেবীকে হুইস্কি দেওয়া হয়। কিন্তু যদি কেউ উত্তর প্রদেশে গিয়ে ভগবানকে প্রসাদ হিসেবে হুইস্কি দেন, সেটাকে ঘর্মীয় ভাবাবেহে আঘাত বলা হবে। মহুয়া মৈত্রের এই মন্তব্যই ভাইরাল হয়ে যায়।
মহুয়া বিতর্কের মধ্যেই সুখেন্দু বললেন, 'ইংরেজদের মতো শোষণ করছে কেন্দ্র'