For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের ‘ইউনাইটেড ইন্ডিয়া’র সমাবেশকে কটাক্ষ, পাল্টা ব্রিগেডের প্রস্তুতি শুরু সিপিএমের

১৯-এর মহাযুদ্ধে বিজেপিকে দিল্লির কুর্সি থেকে উৎখাত করেত ব্রিগেডের ডাক দিয়েছিল তৃণমূল। তৃণমূলের সেই ব্রিগেডে ‘ইউনাইটেড ইন্ডিয়া’র ছবি দেখে সিপিএম এখন পাল্টা ব্রিগেডের প্রস্তুতি শুরু করে দিল।

  • |
Google Oneindia Bengali News

১৯-এর মহাযুদ্ধে বিজেপিকে দিল্লির কুর্সি থেকে উৎখাত করেত ব্রিগেডের ডাক দিয়েছিল তৃণমূল। তৃণমূলের সেই ব্রিগেডে 'ইউনাইটেড ইন্ডিয়া'র ছবি দেখে সিপিএম এখন পাল্টা ব্রিগেডের প্রস্তুতি শুরু করে দিল। বিজেপি এখন ব্রিগেড সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত না করতে পারলেও, সিপিএম তাঁদের ঘোষিত ৩ ফেব্রুয়ারি ব্রিগেড জমাতে আসরে নেমে পড়ল।

তৃণমূলের সমাবেশকে কটাক্ষ, পাল্টা ব্রিগেড সিপিএমের

শনিবার তৃণমূলের ব্রিগেডকে হেয় করে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানান, অতীত দিনের তুলনায় তৃণমূলের এই ব্রিগেড ফ্লপ শো। তৃণমূলের সঙ্গে মানুষ নেই, তা প্রমাণ করেছে এই ব্রিগেড। তাঁরা দেখিয়ে দেবেন ব্রিগেড কাকে বলে। সিপিএম রাজ্য সম্পাদক এদিন কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, এবার সময় এসেছে ঝাঁপিয়ে পড়ার। ব্রিগেড থেকেই দেখিয়ে দিতে হবে, সিপিএম ক্ষয়িষ্ণু নয়, সিপিএম ভবিষ্যৎ।

তিনি জানান, সিপিএম যেমন বিজেপি শাসনের অবসান চায়, একইভাবে রাজ্য থেকে তৃণমূলের অপশসানেরও ইতি ঘটাতে চায়। সেই লক্ষ্যেই প্রচার চলছে। ৩ ফেব্রুয়ারি তাঁদের ঘুরে দাঁড়ানোর ব্রিগেড হবে। সমস্ত নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এমনও নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত কর্মীদের উপস্থিত থাকতে হবে।

এমনকী সিপিএম বামফ্রন্টের সঙ্গীদেরও বার্তা দিয়েছে ২০১৯-এর লক্ষ্যে এই সমাবেশে শক্তি প্রদর্শন করতে হবে। ইতিমধ্যেই শরিক দলের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। একইসঙ্গে ব্রিগেডের সমালোচনা করে সিপিএণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, এটা নেতাদের সভা হয়েছে। আর সূর্যকান্ত মিশ্র বলেন, ব্রিগেডের ঐতিহ্যের সঙ্গে মেলে না এই সমাবেশ।

English summary
Suryakanta Mishra criticizes Mamata Banerjee’s Brigade. He gives order to take preparation for counter Brigade.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X