For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ই-নোমিনেশনে বেকায়দায় পড়ে জোট বেঁধেছে রাজ্য-কমিশন, সুপ্রিম-খোঁচা সূর্যকান্তের

হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া ই-মনোনয়নে মান্যতা অমান্য করতে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন। রাজ্য ও নির্বাচন কমিশন হাত মিলিয়ে বিরোধিতায় নেমেছে বলে অভিযোগ করলেন সূর্যকান্ত মিশ্র।

Google Oneindia Bengali News

হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া ই-মনোনয়নে মান্যতা অমান্য করতে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন। রাজ্য ও নির্বাচন কমিশন হাত মিলিয়ে বিরোধিতায় নেমেছে বলে অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ই-মনোনয়নের নির্দেশ যাতে পালন করতে না হয় সেজন্য উভয়ে মিলে রাস্তা খুঁজতে নেমেছে।

 ই-নোমিনেশনে বেকায়দায় পড়ে জোট বেঁধেছে রাজ্য-কমিশন, সুপ্রিম-খোঁচা সূর্যকান্তের

[আরও পড়ুন: সুযোগ দিলে আরও লক্ষাধিক মনোনয়ন! এবার তৃণমূলকে নয়া চ্যালেঞ্জ ছুড়লেন দিলীপ][আরও পড়ুন: সুযোগ দিলে আরও লক্ষাধিক মনোনয়ন! এবার তৃণমূলকে নয়া চ্যালেঞ্জ ছুড়লেন দিলীপ]

সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, বামফ্রন্টকে রুখতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে কমিশন। কমিশনের এই মানসিকতার তীব্র নিন্দা করেন সূর্যকান্ত মিশ্র। তাঁর কথায়, পঞ্চায়েত নির্বাচনে কমিশনের নিরপেক্ষ ভূমিকা ছিল না। রায়ের পর যেভাবে বেপরোয়া অবস্থান নিয়েছে কমিশন, তাতেই তাঁদের নিন্দনীয় ভূমিকা সামনে এসে পড়েছে। কমিশন অনমনীয় মনোভাব আদৌ সমর্থনযোগ্য নয়।

এদিন সরাসরি নির্বাচন কমিশনারেরও সমালোচনা করেন সিপিএম রাজ্য সম্পাদক। তিনি বলেন, আগে যিনি নির্বাচন কমিশনার ছিলেন রাজ্যে তাঁর মেরুদণ্ড সোজা ছিল। কিন্তু বর্তমান রাজ্য নির্বাচন কমিশনারের তা আছে কি না সন্দেহ। নির্বাচন কমিশনারের মেরুদণ্ড থাকলে নির্বাচনকে এভাবে প্রহসনে পরিণত করতেন না।

তিনি বলেন, আমাদের আইনজীবী সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করেছেন। আমরা এই লড়াই থেকে পিছু হটব না। হাইকোর্টে জয় পেয়েছি আমরা। সুপ্রিম কোর্টেও আমরা সেই লড়াই পৌঁছে দেব এবং জিতব। তিনি আরও বলেন, বিগত নির্বাচনগুলিতে কখনও এমন ধরনের ঘটনা ঘটেনি। এই সরকার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

[আরও পড়ুন: মুকুল রায় বাংলার মানুষের মন পাবেন না! ছেলে শুভ্রাংশুর 'স্মার্ট'-তোপে বিদ্ধ বাবা][আরও পড়ুন: মুকুল রায় বাংলার মানুষের মন পাবেন না! ছেলে শুভ্রাংশুর 'স্মার্ট'-তোপে বিদ্ধ বাবা]

English summary
CPM state secretary Surjokanta Mishra complains State and commission wants to stop e-nomination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X