For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দেশে সুপার এমার্জেন্সি চলছে', অসমে তৃণমূল সাংসদ নিগ্রহে গর্জে উঠলেন মমতা

এদিন বিজেপিকে কড়া আক্রমণ করে মমতা জানান, দেশে সুপার এমার্জেন্সি চলছে।

  • |
Google Oneindia Bengali News

অসমে জাতীয় নাগরিক পঞ্জীকরণ ইস্যুতে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ও সেরাজ্যের মানুষের পাশে দাঁড়াতে সাংসদদের একটি দল পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সুখেন্দু শেখর রায়ের নেতৃত্বে তৃণমূলের একদল প্রতিনিধি অসম বিমানবন্দরে নামতেই পুলিশ তাঁদের আটকে দেয়। সেখানেই ধ্বস্তাধস্তি শুরু হয়। মারধর ও নিগ্রহ করা হয় বলে অভিযোগ। যার প্রেক্ষিতেই কলকাতায় সাংবাদিক সম্মেলন করে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেশে সুপার এমার্জেন্সি চলছে, গর্জে উঠলেন মমতা

এদিন বিজেপিকে কড়া আক্রমণ করে মমতা জানান, দেশে সুপার এমার্জেন্সি চলছে। যদি সত্যিই অসমের পরিবেশ শান্ত থাকে তাহলে কেন ১৪৪ ধারা জারি করা হয়েছে? তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল অসমে গিয়েছিলেন। বিমানবন্দরেই অসভ্যতা করা হয়েছে। এঁরা সকলেই বিশিষ্ট মানুষ, জন প্রতিনিধি। মহিলাদেরও হেনস্থা করা হয়েছে।

তৃণমূল সুপ্রিমোর কথায়, বিজেপি ডিপ্রেশনে ভুগছে। ওরা এক্সপোজড। টাকা ও পেশিশক্তির জোর দেখাচ্ছে। ওঁদের শেষের শুরু হয়ে গিয়েছে। বিজেপির মুখোশ খুলে গিয়েছে বলেও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন।

এরাজ্যে এনআরসি চালু করা নিয়ে বিজেপি দাবি জানিয়েছে বলে এক সাংবাদিক প্রশ্ন করেন। তাতে অগ্নিশর্মা হয়ে ওঠেন মমতা। বলেন, কারা এঁরা? এঁদের এরাজ্যে কেউ চেনে না। প্রস্তাব নিয়ে এলে দেখে নেবেন বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মমতা।

English summary
Super emergency in India in the rule of BJP, Mamata Banerjee furious after TMC MP's banned from entering Assam in NRC row
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X