For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবারের গ্রীষ্মে কতটা গরম, আবহাওয়ার পূর্বাভাস জাগাচ্ছে আশা

এবার তীব্র গ্রীষ্মের সম্ভাবনা নেই। মার্চের দ্বিতীয় সপ্তাহে দাঁড়িয়ে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস।

  • |
Google Oneindia Bengali News

এবার তীব্র গ্রীষ্মের সম্ভাবনা নেই। মার্চের দ্বিতীয় সপ্তাহে দাঁড়িয়ে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে তা মার্চ-এপ্রিল-মে মাসের সম্ভাব্য আবহাওয়ার ওপর ভিত্তি করেই পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও সময় বর্ষা ঢোকার আগে তীব্র গরম দেখা যায়। সেক্ষেত্রে এপ্রিল-মে-জুনের পূর্বাভাস থেকে নতুন কিছু পাওয়া যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এই সময়ের মধ্যে দু-একদিন তীব্র গরম থাকতেই পারে। সেটাই স্বাভাবিক বলেও জানিয়েছে হাওয়া অফিস।

 এবারের গ্রীষ্মে কতটা গরম, আবহাওয়ার পূর্বাভাস জাগাচ্ছে আশা

অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে, এবারের ভাল ঠাণ্ডার পর পশ্চিমী-ঝঞ্ঝা আর পূবালী হাওয়ার জেরে ঠাণ্ডাটা যেন এক্সটেনডেড ছিল। ফলে এবার তীব্র গরম পড়তে পারে। আপাতত মার্চ-এপ্রিল-মে মাসের পূ্বাভাস থেকে আলিপুরের আবহবিদরা সেরকম কিছু আশঙ্কা করছেন না বলেই জানিয়েছেন। সেক্ষেত্রে শহরবাসী তথা রাজ্যবাসীর ক্ষেত্রে সুখবর বলা যেতে পারে।

গ্রীষ্মের গড় তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। গড় তাপমাত্রা +০.৫/-0.৫ ডিগ্রি সেন্টিগ্রেটের পরিবর্তন হতে পারে। জানিয়েছেন আবহবিদ জিসি দাস। সাধারণভাবে সমতলে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাপপ্রবাহ বলে গণ্য করা হয়। অন্যদিকে দিঘাতে সেই তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেট। দার্জিলিং-এ তা ৩০ ডিগ্রি।

তবে স্বাভাবিক গ্রীষ্ণের অর্থ এই নয়, যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে উঠবে না। কিংবা তাপ এবং আর্দ্রতা থাকবে না। দু-একদিন এরকম পরিস্থিতি থাকতেই পারে। সেটাই স্বাভাবিক। তবে এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে এবারের গ্রীষ্মে তীব্র গরম থাকছে না। জানিয়েছেন আবহবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

English summary
Summer won't be harsh this year told Kolkata Met Dept
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X