For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুচকা উৎসবের আসর এবার বাংলায় ! ‘ওয়ান অ্যান্ড অনলি’ মমতাকে 'বাহবা' সুজনের

রাজ্যজুড়ে ছাত্র-খুনের রেশ এখনও মিলিয়ে যায়নি, ছাত্রদের উপর প্রতিনিয়ত আক্রমণ বাড়ছে। এই অবস্থায় রাজ্য সরকার ছাত্রদের নিয়ে মাততে চলছে ফুচকা উৎসবে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যজুড়ে ছাত্র-খুনের রেশ এখনও মিলিয়ে যায়নি, ছাত্রদের উপর প্রতিনিয়ত আক্রমণ বাড়ছে। এই অবস্থায় রাজ্য সরকার ছাত্রদের নিয়ে মাততে চলছে ফুচকা উৎসবে। রাজ্যে ফের নায় উৎসবের আবহে তির্যক মন্তব্য করতে ছাড়ছে না বিরোধীরা। বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এ প্রসঙ্গে খোঁচা দিতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জার্মানি-ইতালির শিল্প-সফরকেও।

তেলেভাজা শিল্পের পর বাংলায় ফুচকা উৎসব! ‘ওয়ান অ্যান্ড অনলি’ মমতাকে খোঁচা সুজনের

সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী শুক্রবার রাজ্যের ফুচকা উৎসব নিয়ে বাঁকা কথায় টুইট করে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি লেখেন- 'তেলেভাজা শিল্পের পরামর্শ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এবার ফুচকা উৎসবের উৎসাহ দিচ্ছেন ছাত্র-যুবদের। তিনি মজা করে লিখেছেন, কলকাতায় এই ফুচকা উৎসবের প্রেরণাদাত্রী 'ওয়ান অ্যান্ড অনলি' মমতা বন্দ্যোপাধ্যায়।

এখানেই শেষ নয়, তিনি আরও তির্যক মন্তব্য করেন রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। লেখেন- জার্মানি ও ইতালিতে গিয়ে শিল্প-সভা করছেন মুখ্যমন্ত্রী, আর বাংলায় হচ্ছে ফুচকা উৎসব। মিথ্যার বেসাতি করা হচ্ছে রাজ্যে। বাংলাকে মজার স্বর্গ বানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর যুব সমাজকে তিনি পুতুলের মতো নাচাচ্ছেন।

[আরও পড়ুন:দিলীপ ঘোষ এখন ওয়াই ক্যাটাগরির আওতায়, লোকসভা ভোটের আগে সাবধানী কেন্দ্র][আরও পড়ুন:দিলীপ ঘোষ এখন ওয়াই ক্যাটাগরির আওতায়, লোকসভা ভোটের আগে সাবধানী কেন্দ্র]

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর কলকাতার বুকে প্রথম ফুচকা উৎসবের আসর বসছে। আনন্দ লেন ও শ্যামপুকুর স্ট্রিটের সংযোগস্থলে শৈলেন্দ্র সরকার বিদ্যাপীঠের সামনে আয়োজিত হবে এই উৎসব। ছাত্র-যুবদের নেতৃত্বে এই উৎসবের আয়োজন হলেও উপস্থিত থাকবেন তৃণমূলের শীর্ষসারির হেভিওয়েট নেতারাও।

[আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য ফের সুখবর, মমতার সরকারের নয়া নির্দেশিকায় উৎসাহ তুঙ্গে][আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য ফের সুখবর, মমতার সরকারের নয়া নির্দেশিকায় উৎসাহ তুঙ্গে]

তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই উৎসবে প্রধান অতিথি মন্ত্রী শশী পাঁজা। উপস্থিত থাকবেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদিকা জয়া দত্ত, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। রাজ্য যখন ছাত্র-আন্দোলনে উত্তপ্ত, তখন তৃণমূল নতুন এই উৎসব নিয়ে মেতে থাকলেও, বিরোধীরা তির্যক মন্তব্যে বারেবারেই বিদ্ধ করতে ছাড়ছে না তাঁদের।

[আরও পড়ুন:মুকুলের হাত ধরে বিজেপিতে অধীর-ঘনিষ্ঠ, কংগ্রেসের জনপ্রিয় নেত্রী হাত ছেড়ে পদ্মে][আরও পড়ুন:মুকুলের হাত ধরে বিজেপিতে অধীর-ঘনিষ্ঠ, কংগ্রেসের জনপ্রিয় নেত্রী হাত ছেড়ে পদ্মে]

English summary
CPM MLA Sujan Chakraborty criticizes CM Mamata Banerjee regarding Fuchka Festival in Kolkata. Sujan says, Mamata Banerjee only may this. Mamata tomtoming of industry in Germany and Italy but Fuchka Festival in Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X