For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোজভালিকাণ্ডে এবার ইমেল-ফ্যাক্স করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব সিবিআইয়ের, ক্ষুব্ধ মমতা

তৃণমূল সংসদ বলেছিলেন, লোকসভার অধিবেশন শেষ হলে তিনি যোগাযোগ করবেন। কিন্তু তারপরও তিনি যোগাযেগ না কারায় বাধ্য হয়েই ইমেল ও ফ্যাক্স করে নোটিশ পাঠানো হয়েছে।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২১ ডিসেম্বর : রোজভ্যালিকাণ্ডে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবার ইমেল ও ফ্যাক্স করে সরাসরি নোটিশ পাঠাল সিবিআই। সিবিআই সূত্রে জানানো হয়েছে, সংসদের শীতকালীন অধিবেশন চলাকলীন তৃণমূল সাংসদকে ফোন করা হয়েছিল। তৃণমূল সংসদ বলেছিলেন, লোকসভার অধিবেশন শেষ হলে তিনি যোগাযোগ করবেন। কিন্তু তারপরও তিনি যোগাযেগ না কারায় বাধ্য হয়েই ইমেল ও ফ্যাক্স করে নোটিশ পাঠানো হয়েছে।

তৃণমূল সাংসদের বাড়িতে ফ্যাক্স করে তলব করা হয়। ইমেল পাঠানো হয়েছে। তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। সুদীপবাবু স্পষ্ট করেই জানিয়েছেন, তিনি ইমেল বা ফ্যাক্স পাননি, তবে তাঁকে ফোন করা হয়েছিল। বুধ বা বৃহস্পুইতবার তাঁকে সিজিও কমপ্লেক্সে যেতে বলা হয়েছে। কিন্তু কী কারণে তাঁকে তলব, তা জানানো হয়নি।

রোজভালিকাণ্ডে এবার ইমেল-ফ্যাক্স করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব সিবিআইয়ের, ক্ষুব্ধ মমতা

সুদীপবাবু সিবিআইকে জানিয়েছেন, তিনি মঙ্গলবারই ফিরেছেন কলকাতায়। এর মধ্যেই একদিন বা দুদিনের মধ্যে তাঁর পক্ষে সিবিআই দফতরে যাওয়া সম্ভব নয়। তাই একপ্রকার স্পষ্ট হয়েই গিয়েছে, তিনি সিবিআই তলবে সাড়া দিচ্ছেন না। গতকালই দলনেত্রী মমতা বন্দ্যোপাধায়কে ফোন করে সিবিআই-এর ফোনের ব্যাপারে জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। মমতা এরপর টুইটারে ক্ষোভ উগরে দেন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে।

তিনি তোপ দাগেন, বিজেপি প্রতিহিংসার রাজনীতি অব্যাহত রেখেছে। তাই লোকসভা অধিবেশন চালাকালীন তিনবার ফোন করে তাঁদের লোকসভার দলনেতাকে ডেকে পাঠানো হয়েছে। তবে তাঁর হুঁশিয়ারি, এভাবে তাঁদের আন্দোলন থামানো যাবে না।

English summary
CBI call loksabha leader of TMC Sudip Banerjee. Sudip Banerjee summoned by the CBI through email and fax. Mamata attacked through tweet.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X