For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১-এর মঞ্চে শুরু হল স্বপ্নের জাল বোনা, ১৯-এ কি তবে বাঙালি প্রধানমন্ত্রী

তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জির নাম ভাসিয়ে দিলেন।

Google Oneindia Bengali News

নিজে নাম করলেন না, কিন্তু উপস্থিত জনতাকে দিয়ে ২১-এর মঞ্চ থেকে আগামী দিনে মমতা বন্দোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ফের উসকে দিলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দোপাধ্যায়। জানালেন দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও তাই চান।

১৯-এ কী তবে বাঙালি প্রধানমন্ত্রী

এদিন সরাসরি বিমানবন্দর থেকেই ২১-এর সভামঞ্চে এসে হাজির হন সুদীপ বন্দোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করতে করতেই তিনি আসেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর প্রসঙ্গে। জানান প্রধানমন্ত্রী পদে একজন বাঙালিকে দেখাই দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের শেষ জীবনের ইচ্ছে। তিনি বলেন দেশে এই মুহূর্তের সবচেয় সফল মুখ্য়মন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি সমবেত জনসমুদ্রের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন। জানতে চান, 'আপনারাই বলুন কাকে দেখতে চান?' জনসমুদ্রে প্রতিধ্বনিত হয় মমতা বন্দোপাধ্যায়ের নাম।

২০১৯ সালে বিজেপিকে রুখতে একজোট হচ্ছে বিরোধী সর্বভারতীয় ও আঞ্চলিক দলগুলি। এই জোট এখনও সার্বিক চেহারা না পেলেও শুরু হয়ে গিয়েছে জোটের নেতা কে হবেন তা নিয়ে আলোচনা। নিঃসন্দেহে বিরোধী শিবিরের সবচেয়ে বড় দল কংগ্রেসের নেতা হিসেবে রাহুল গান্ধীর নাম আছে এই আলোচনায়। আগে হলে বলে দেওয়া যেত তিনিই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন। কিন্তু কর্ণাটকের নির্বাচন পরবর্তী জোট অনেক হিসেবই পাল্টে দিয়েছে।

কর্ণাটকে বিজেপিকে রুখতে যে জোট হয়েছে সেখানে অনেক কম আসন থাকা সত্ত্বেও জোটের স্বার্থে কংগ্রেস মুখ্যমন্ত্রীর পদটি ছেড়ে দিয়েছে জেডিএস-কে। লোকসভা নির্বাচনেও কংগ্রেস এই মনোভাবই বজায় রাখবে বলে আশা বিরোধী শিবিড়ের। কাজেই রাহুলের নেতৃত্ব সুনিশ্চিত নয়।

আলোচনায় আছে বসপা সুপ্রিমো মায়াবতীর নামও। তবে বিরোধী শিবিড়ে সবচেয়ে স্বচ্ছ ভাবমূর্তি কিন্তু এইমুহূর্তে মমতা বন্দোপাধ্যায়েরই। দলের কিছু নেতার বিরদ্ধে আর্থিক কেলেঙ্কারীতে জড়িয়ে পড়ার অভিযোগ থাকলেও, স্বয়ং মমতার বিরুদ্ধে কিন্তু বিজেপির ইডি বা সিবিআই লেলিয়ে দেওয়ার সুযোগ নেই।

কাজেই তৃণমূল যদি তাদের প্রত্যাশা মতো ৪২টি লোকসভা আসন দখল করতে পারে বাংলা থেকে, তাহলে আগামী দিনে মমতা বন্দোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার ভাল রকম সম্ভাবনা রয়েছে। এর আগে ২১-এরই সভা থেকে মমতা বন্দোপাধ্যায়ও ভারত দখলের কথা বলেছিলেন। বাঙালি আবেগ ধরে সেই সম্ভাবনাকেই ফের উসকে দিলেন সুদীপ বন্দোপাধ্যায়।

আগামী বছর ১৯ জানুয়ারি দেশের অন্যান্য আঞ্চলিক নেতাদের হাজির করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভা করার কর্মসূচী নিয়েছে তৃণসূল কংগ্রেস। সেই সভা মমতাকে বিরোধী জোটের নেত্রীর আসনে প্রতিষ্ঠা করে কিনা সেটাই দেখার।

English summary
TMC leader Sudip Banerjee place the name of Mamata Banerjee as the next Prime Minister of India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X