For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ক’টা মুখ আর ক’টা মুখোশ?’— রাজ্যপালকে নজিরবিহীন আক্রমণ এবার সুব্রতর

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের পরই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি নজিরবিহীনভাবে আক্রমণ করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে।

Google Oneindia Bengali News

এবার রাজ্যপালকে নজিরবিহীন আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি রাজ্যপালকে তোতাপাখির সঙ্গে তুলনা করে বলেন, রাজ্যপালের ক'টা মুখ আর ক'টা মুখোশ- তা রাজ্যবাসী জেনে গিয়েছেন। এখন পদে থাকার জন্য তিনি বিজেপির হয়ে কথা বলছেন বলে অভিযোগ করেন সুব্রতবাবু। তিনি বলেন, 'রাজ্যপাল এখন বিজেপির তোতাপাখি হয়েছেন।'

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের পরই সুব্রতবাবু সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন। তিনি বলেন, 'বাংলার সংস্কৃতিকে ধ্বংস করছেন রাজ্যপাল। বিজেপি-র কথায় উঠছে বসছে। বিজেপি-র লেখা অভিযোগপত্র উনি পাঠিয়েছেন রাজ্যের কাছে।'

রাজ্যপালকে নজিরবিহীন আক্রমণ সুব্রতর

সুব্রতবাবুর কটাক্ষ, 'রাজ্যপাল নাকি বলেছেন- তিনি ও মুখ্যমন্ত্রী সমান। আলু আর আলুবোখরা কি এক?' তোপ দেগে তিনি বলেন, 'বিধানসভা খুললে রাজ্য সরকার যা লিখে দেয়, তা-ই তিনি পড়েন। তখন বিরোধীরাই অভিযোগ করেন, রাজ্যপাল তৃণমূলের তোতাপাখি। এখন পদ বাঁচাতে তিনি বিজেপির তোতাপাখি হয়েছেন।'

সুব্রতবাবুর অভিযোগ, রাজ্যপাল এখন ভীত সন্ত্রস্ত। নতুন রাষ্ট্রপতি ক্ষমতায় আসছেন। তাঁর পদ তাই টলমল। তা থাকবে কি না ঠিক নেই। তাই বিজেপিকে তোষণ চালাচ্ছেন রাজ্যপাল। পদে থাকার জন্য বিজেপির হয়ে কথা বলছেন। এদিন বিজেপিকেও একহাত নেন সুব্রতবাবু।

তিনি বলেন, বাদুড়িয়ার ভিডিও সাংবাদিক বৈঠকে দেখিয়েছে বিজেপি। আসলে বিজেপি এইসব ভিডিও দেখিয়ে হিংসা বাঁধানোর চেষ্টা চালাচ্ছে। বিজেপি রাজ্যে অসহিষ্ণুতা ছড়ানোর চেষ্টা করছে। ধর্মীয় সন্ত্রাস চালাতে শুড়শুড়ি দিচ্ছে বিজেপি। বিজেপির এই অভিসন্ধি সফল করতে দেওয়া যাবে না। সম্মিলিতভাবে তা আটকাতে হবে।

English summary
Panchayat Minister Subrata Mukherjee attacks against Governor Kesharinath Tripathi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X