For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫৫ শতাংশ ভোট পাবে তৃণমূল, দ্বিতীয় কে হবে তা স্থির করুক বিরোধীরাই, ভবিষদ্বাণী শুভেন্দুর

মালদহে পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা সভার মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের ভবিষদ্বাণী করে দিলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী।

Google Oneindia Bengali News

মালদহে পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা সভার মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের ভবিষদ্বাণী করে দিলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি সাফ জানিয়ে দেন, আগামী নির্বাচনে এই জেলায় অন্য কেউই জিতবে না। জিতবে তৃণমূল কংগ্রেস। দুটি লোকসভা আসনই তাঁরা দখল করবেন এবং ৫৫ শতাংশেরও বেশি ভোট পাবেন।

৫৫ শতাংশ ভোট পাবে তৃণমূল, দ্বিতীয় কে হবে তা স্থির করুক বিরোধীরাই, ভবিষদ্বাণী শুভেন্দুর

শুধু তাই নয়, শুভেন্দু এদিন জানিয়ে দেন কার সঙ্গে লড়াই হবে মালদহে। তিনি বলেন, দ্বিতীয় কে হবেন, তা স্থির করে নেবে বিরোধীরাই। কংগ্রেস, বিজেপি ও সিপিএম আলোচনা করে ঠিক করে নেবে, দ্বিতীয় স্থানে থাকবে কে। এ ব্যাপারে তিনি জানিয়ে দিনে, কে দ্বিতীয় স্থানে থাকল তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।

[আরও পড়ুন:প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বতঃস্ফূর্ত প্রশ্নের লিখিত জবাব দেন! মোদী সম্পর্কে কেন বললেন রাহুল][আরও পড়ুন:প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বতঃস্ফূর্ত প্রশ্নের লিখিত জবাব দেন! মোদী সম্পর্কে কেন বললেন রাহুল]

তাঁর কথায়, তৃণমূল জিতবে। বিরাট ব্যবধানে জিতবে। এতটাই বড় ব্যবধানে জিতবে যে দ্বিতীয়-তৃতীয়র কোনও মূল্যই থাকবে না। তাই ওইসব নিয়ে আমরা ভাবছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নৌকায় সবাই উঠতে চাইছেন। সবাই তৃণমূলে এলে বিরোধীদের ভোট আসবে কোথা থেকে।

তিনি এদিন স্পষ্ট করে দেন, মুর্শিদাবাদের কায়দায় মালদহ দখল করে নেবেন তাঁরা। শুধু ত্রিস্তর পঞ্চায়েতের নেতারাই নন, জেলার প্রথম সারির সমস্ত নেতারাও তৃণমূলে যোগ দেবেন। নির্বাচনে তৃণমূল ইতিমধ্যেই পঞ্চায়েতের ৭০ শতাংশ আসন দখল করেছে। বাকি ৩০ শতাংশও দখলে নেবেন তাঁরা। কেউ থাকবে না বিরোধী আসনে।

তিনি বলেন, তৃণমূলের উন্নয়নে ধারায় সামিল হতে সবাই তাঁদের ছত্রছায়ায় আসতে চাইছেন। মমতাদির সঙ্গে আসতে চাইছেন এমন অনেক বিরোধী দলের নেতারা আমরা সঙ্গে যোগাযোগ করছেন। যে ভাবে মুর্শিদাবাদে ধীরে ধীরে বিরোধীরা সাইনবোর্ড হয়ে গিয়েছে, মালদহের অবস্থাও তাই হবে।

[আরও পড়ুন:তোলাবাজিতে অভিযুক্ত মমতার পুলিশ! বাড়িতে তল্লাশি][আরও পড়ুন:তোলাবাজিতে অভিযুক্ত মমতার পুলিশ! বাড়িতে তল্লাশি]

উল্লেখ্য, মালদহও মুর্শিদাবাদের মতো কংগ্রেসের গড় বলে খ্যাত ছিল। ২০১৪ সালেও লোকসভা নির্বাচনে দুটি আসনেই জয়লাভ করেছিল কংগ্রেস। ২০১৬ সালেও বামেদের সঙ্গে জোট করে এই জেলায় তৃণমূলকে সাফল্য পেতে দেয়নি। তবে পঞ্চায়েতে কংগ্রেসকে একেবারে তিনে পাঠিয়ে তৃণমূলেরই জয়জয়কার হয়। বিজেপি দ্বিতীয় দল হিসেবে উঠে আসে কংগ্রেসের জেলায়। বামেদের স্থান হয় সবার শেষে।

English summary
TMC leader Subhendu Adhikari has predicted in Malda that Trinamool Congress secure 55 percent votes in Loksabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X