For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরীক্ষায় বসতে বাধা, কলেজ পড়ুয়ারা দল বেঁধে আটকাল রাস্তা, ধুন্ধুমার গোলপার্কে

ক্লাসে উপস্থিতি কম থাকার জন্য পরীক্ষা বসতে দেওয়া হয়নি পড়ুয়াদের। তা নিয়েই হুলুস্থূল-কাণ্ড ঘটে গেল সাউথ সিটি কলেজে। পড়ুয়ারা পরীক্ষা দিতে না পেরে পথ অবরোধ করল গোলপার্ক মোড়ে।

  • |
Google Oneindia Bengali News

ক্লাসে উপস্থিতি কম থাকার জন্য পরীক্ষা বসতে দেওয়া হয়নি পড়ুয়াদের। তা নিয়েই হুলুস্থূল-কাণ্ড ঘটে গেল সাউথ সিটি কলেজে। পড়ুয়ারা পরীক্ষা দিতে না পেরে পথ অবরোধ করল গোলপার্ক মোড়ে। এমনকী গাড়ি ভাঙচুরের চেষ্টাও করল তারা। পড়ুয়াদের বিক্ষোভ অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।

পরীক্ষায় বসতে বাধা, কলেজ পড়ুয়ারা দল বেঁধে আটকাল রাস্তা, ধুন্ধুমার গোলপার্কে

কলেজে উপস্থিতি নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। এতে ক্ষোভ বাড়ছিল পড়ুয়াদের। এদিন সেই ক্ষোভ আছড়ে পড়ল শহরের রাস্তায়। পরীক্ষা দিতে না পেরে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে অবরোধ করে। ছাত্র সংসদের বিরুদ্ধে টাকা নিয়ে উপস্থিতির হার বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। কর্তৃপক্ষের বিরুদ্ধেও হাজিরার খাতায় গরমিলের অভিযোগ তোলা হয়।

[আরও পড়ুন:কাকে ফোন করতেন অনিন্দিতা, আইনজীবী রজতের রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর মোড়][আরও পড়ুন:কাকে ফোন করতেন অনিন্দিতা, আইনজীবী রজতের রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর মোড়]

এদিকে সাউথ সিটি কলেজের পড়ুয়াদের অভিযোগ, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলাম। পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। এরপরই রাস্তায় নামতে বাধ্য হই আমরা। গোলপার্ক মোড়ে শুরু হয় অবরোধ। পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা জানায় সমস্ত পড়ুয়াকে পরীক্ষা বসার অনুমতি না দেওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে।

[আরও পড়ুন:পড়ুয়াদের পিঠের বোঝা কমাতে স্কুলে স্কুলে অভিনব উদ্যোগ রাজ্যের ][আরও পড়ুন:পড়ুয়াদের পিঠের বোঝা কমাতে স্কুলে স্কুলে অভিনব উদ্যোগ রাজ্যের ]

উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসার জন্য ন্যূনতম ৬০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু উপস্থিতির হার কম থাকায় ফর্ম ফিলাপ করতে পারেনি চারশোরও বেশি পড়ুয়া। একই কারণে গুরুদাস কলেজেও বিক্ষোভ উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেহালা কলেজেও কিছুদিন আগে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা।

[আরও পড়ুন: কৃষক আন্দোলনের সভা বদলে গেল বিজেপি বিরোধী মহাজোটের মঞ্চে][আরও পড়ুন: কৃষক আন্দোলনের সভা বদলে গেল বিজেপি বিরোধী মহাজোটের মঞ্চে]

English summary
Students of South city college protest in road not attend in examination. They complain against college authority for their attendance,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X