For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কিস অফ লাভ' প্রতিবাদে শামিল যাদবপুর, প্রেসিডেন্সির পড়ুয়ারা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কেরল
কলকাতা, ৫ নভেম্বর: কোচির তরুণ-তরুণীদের পাশে দাঁড়াল কলকাতা। বুধবার প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা 'কিস অফ লাভ' কর্মসূচি পালন করলেন মহানগরীতে। এর জেরে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা আঁটোসাঁটো করে কলকাতা পুলিশ।

কোচিতে যুগলদের জনসমক্ষে প্রেম করা নিয়ে খড়্গহস্ত হয়েছিল একটি হিন্দু মৌলবাদী সংগঠন। তারা কয়েকজন প্রেমিক-প্রেমিকাকে ধরে হেনস্থা করে। এর প্রতিবাদে গত রবিবার কোচি শহরে সমুদ্রের ধারে আয়োজন করা হয় অভিনব প্রতিবাদ কর্মসূচির। কয়েক হাজার তরুণ-তরুণী জনসমক্ষে পরস্পরকে চুম্বন করেন, জড়িয়ে ধরেন। অভিযোগ, শান্তিভঙ্গ না হওয়া সত্ত্বেও পুলিশ তাদের অশ্লীলতার দায়ে গ্রেফতার করে। এর বিরুদ্ধেই এ বার পথে নামে কলকাতা। 'কিস অফ লাভ' বা ভালোবাসার চুম্বন তরুণ-তরুণীরা এঁকে দেন পরস্পরের ঠোঁটে, গালে।

<div id="fb-root"></div> <script>(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, 'script', 'facebook-jssdk'));</script> <div class="fb-post" data-href="https://www.facebook.com/hokhokhokkolorob/posts/783250005076278" data-width="466"><div class="fb-xfbml-parse-ignore"><a href="https://www.facebook.com/hokhokhokkolorob/posts/783250005076278">Post</a> by <a href="https://www.facebook.com/hokhokhokkolorob">হোক কলরব</a>.</div></div>

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নবোত্তমা পাল বলেন, "আমরা নীতি-পুলিশের বিরুদ্ধে পথে নেমেছি। শুধু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই নন, আগ্রহী অনেক নারী-পুরুষ কর্মসূচিতে অংশ নিয়েছেন। আসলে কোচি থেকে কলকাতা, নীতি-পুলিশের অভাব নেই। কখনও 'লাভ জেহাদ', কখনও আবার চুম্বনের বিরুদ্ধে এরা খড়্গহস্ত। আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে মানুষকে সচেতন করতে চাই।"

এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জড়ো হন যাদবপুর থানার সামনে। সেখানে চলে পরস্পরকে চুম্বন, আলিঙ্গন। তার পর তাঁরা মিছিল করে যান এইট-বি বাসস্যান্ডে। সেখানে একটি প্রতিবাদসভা হয়।

বুধবার একই কর্মসূচি পালন করেছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারা অবশ্য বাইরে নয়, নিজেদের ক্যাম্পাসেই প্রতিবাদ করলেন।

English summary
Students of JU, Presidency to take part in 'Kiss of Love' protest today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X