For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে কলকাতার পথে হাঁটল যাদবপুর! বাড়িতে বসে দেওয়া যাবে 'ওপেন বুক এক্সাম'

করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথেই হাঁটল যাদবপুর। আপাতত চলতি পরীক্ষা পদ্ধতি বাতিল করার কথা জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। ফলে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়া

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথেই হাঁটল যাদবপুর। আপাতত চলতি পরীক্ষা পদ্ধতি বাতিল করার কথা জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। ফলে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরা বাড়িতে বসে বই দেখে পরীক্ষা দিতে পারবেন।

অন্তঃসত্ত্বার পেটে লাথি! গর্ভস্থ ভ্রূণ নষ্টে অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতিঅন্তঃসত্ত্বার পেটে লাথি! গর্ভস্থ ভ্রূণ নষ্টে অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি

মেল বা হোয়াটসঅ্যাপে পাঠানো হবে প্রশ্ন

মেল বা হোয়াটসঅ্যাপে পাঠানো হবে প্রশ্ন

সোমবার যাদবপুরে ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠক হয়। সেখানে ঠিক হয়েছে ছাত্রছাত্রীদের প্রশ্ন পাঠানো হবে মেল কিংবা হোয়াটসঅ্যাপে। অন্যদিকে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে পরীক্ষা দিয়ে তা অনলাইনে পাঠিয়ে দিতে পারবেন।

স্মার্টফোন না থাকলে বিশেষ ব্যবস্থা

স্মার্টফোন না থাকলে বিশেষ ব্যবস্থা

অন্যদিকে কোনও ছাত্রছাত্রীর কাছে যদি স্মার্টফোন কিংবা ল্যাপটপ না থাকে তাহলে তাঁর বাড়িতে প্রশ্নপত্র পাঠানোর ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ছাত্রছাত্রীর কাছ থেকে উত্তরপত্র সংগ্রহও করবে কর্তৃপক্ষ।

পরীক্ষা শুরু ১ অক্টোবর থেকে, ফল ঘোষণা ৩১ অক্টোবরের মধ্যে

পরীক্ষা শুরু ১ অক্টোবর থেকে, ফল ঘোষণা ৩১ অক্টোবরের মধ্যে

করোনা আবহে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার কথা বলেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়া হবে ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে। আর ফল ঘোষণা করা হবে ৩১ অক্টোবরের মধ্যে।

আগেই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়

আগেই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়

দিন পাঁচের আগেই এব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। জানিয়ে দেওয়া হয়েছিল বাড়িতে বসে বই দেখেই উত্তর লেখা যাবে।

ওপেন বুক এক্সাম

ওপেন বুক এক্সাম

বিশ্বের বহু দেশেই ওপেন বুক এক্সাম অনুসরণ করা হয়। ফলে এতে অস্বস্তির কিছু নেই বলেই মত প্রকাশ করেছেন যাদবপুরের অধ্যাপক, অধ্যাপিকাদের একাংশ।

English summary
Students of Jadavpur University will go through the exams by opening of books in their house.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X