For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেয়েদের কুমারীত্বের তুলনা সিল করা বোতলের সঙ্গে! অধ্যাপকের কু-রুচিকে ধিক্কার পড়ুয়াদের

ফেসবুক পোস্টে সিল করা বোতলের সঙ্গে কুমারী মেয়েদের তুলনা করেও বিতর্কে জড়ালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনক সরকার।

  • |
Google Oneindia Bengali News

ফেসবুক পোস্টে সিল করা বোতলের সঙ্গে কুমারী মেয়েদের তুলনা করেও বিতর্কে জড়ালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনক সরকার। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে গর্জে উঠলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। একইসঙ্গে জাতীয় মহিলা কমিশনও তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল। রাজ্যের কাছে অধ্যাপকের শাস্তি দাবি করল মহিলা কমিশন।

কুমারী মেয়েরা সিল করা বোতলের মতো! অধ্যাপকের কু-রুচিতে গর্জে উঠল যাদবপুর

এদিন জাতীয় মহিলা কমিশনর এক প্রতিনিধি দল যাদবপুর উপাচার্যের সঙ্গে দেখা করে অধ্যাপকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। উপাচার্য এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে এদিন অধ্যাপকের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখান যাদবপুরের পড়ুয়ারা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ফেসবুক পোস্টের প্রতিবাদে সরব হয়ে পড়ুয়ারা বলেন, আমরা তাঁর অপসারণ চাই। তিনি তাঁর পোস্টের মাধ্যমে তরুণ মনকে প্রভাবিত করছেন, আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই পরিবেশ চাই না। আর এটাই প্রথমবার নয়, এর আগে একাধিকবার তিনি কুরুচিকর কাজকর্ম করেছেন।

অভিযোগ ওই অধ্যাপক ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন, তাঁরা অফিসে ডাকতেন। ছাত্ররা প্রতিবাদ করলে তিনি তাদের সঙ্গেও দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ। যদিও কুমারী মেয়েদের নিয়ে করা তাঁর পোস্ট নিয়ে অপব্যখ্যা হচ্ছে বলে তিনি মনে করেন। তিনি যে পোস্ট করেছেনস তা একান্ত ব্যক্তিগত মত বলে ব্যাখ্যা করেন।

তিনি ফেসবুকে পোস্ট করেন, কুমারী মেয়েরা সিল করা নরম পানীয়ের বোতলের মতো বা বিস্কুটের প্যাকেটের মতো। কুমারী মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়ার সুবিধা বোঝে না বোকা ছেলেরা। তিনি লেখেন জন্মের সময় প্রাকৃতিকভাবে সিল করা থাকে মেয়েরা। লেখেন- কুমারী মেয়ের অর্থ মূল্যবোধ, সংস্কৃতি ও স্বচ্ছতা। অনেক ছেলেরাই মনে করেন, কুমারী মেয়েরা পরীর মতো।

তিনি আরও একটি পোস্ট লেখেন, বিবাহ পর্যন্ত একজন মহিলার কুমারী থাকা প্রয়োজন, তেমনই একজন পুরুষকেও ব্রহ্মচারী থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, বিয়ের আগেই কুমারিত্ব হারাচ্ছেন মেয়েরা। ব্রহ্মচর্য হারাচ্ছেন পুরুষরা। এটা তাঁদের অজ্ঞতা ও মূল্যবোধের অভাব।

English summary
Students of Jadavpur University protest demanding expulsion of Prof. Kanak Sarkar over his remarks. Prof. Kanak Sarkar made a Facebook post controversial about virgin girl,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X