স্কুলে চাপেই কি মেট্রোয় আত্মহত্যা! প্রিন্সিপালের পদত্যাগ দাবি করে বিক্ষোভ অভিভাবকদের
স্কুলের চাপেই আত্মহত্যা করেছে বরানগর দশম শ্রেণীর ছাত্র তুরিন বন্দ্যোপাধ্যায়। এই দাবিতে এবং তুরিনের স্কুলের ব্যাগ থেকে পাওয়া অনুযায়ী তুরিনের পরিবার ও ওই স্কুলের অন্যান্য অভিভাবকদের অভিযোগ, মানসিক চাপের কারণে আত্মহত্যা করেছে তুরিন। এই অভিযোগে সোমবার সকাল থেকে ছাত্রছাত্রীর অভিভাবকেরা বিক্ষোভ দেখান। সেন্ট জোসেফ কলেজের সামনে। স্কুলের পেছনের গেট তালা দিয়ে দেন তারা যাতে কেউ বেরোতে না পারে।

ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা স্কুলে ফাদারের কাছে ডেপুটেশন জমা দেন। তাদের মূলত দাবি প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে। ১৫ নভেম্বর মকটেস্ট হওয়ার কথা স্কুলে ডাইরিতে লেখা ছিল। হঠাৎ করে সেই মকটেস্ট এগিয়ে নিয়ে আসে। একুশে অক্টোবর হবে। পড়ুয়ারা পড়ার সময়টুকু পায়নি এবং চাপ সৃষ্টি করা হয়েছে।
এমনকী স্কুলের ছাত্র ছাত্রীরা প্রিন্সিপালের কাছে কেউ বলেছিল যে আমাদের সেই সময়ে ডায়েরিতে মক টেস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল। সেটা এগিয়ে নিয়েছেন। স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবকদের দাবি প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে।
গত শুক্রবার সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সেন্ট জোসেফ-এর দশম শ্রেণীর ছাত্র তুরিন বন্দ্যোপাধ্যায়। বাড়ি বরানগর থানা এলাকায়। দমদম থেকে টালিগঞ্জ গামী মেট্রোর সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় স্কুল ছাত্র। হাসপাতাল জানায়, গুরুতরভাবে জখম হয় তুরিন। বাঁদিকে চোয়াল ভেঙে যায়। দুটো পা গুড়ো হয়ে যায়। মাথায়ও চোট লেগেছিল। দীর্ঘ চিকিৎসার পর রাতে মারা যায় সে।