For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু'মাস বন্ধ থাকবে স্ট্র্যান্ড রোড, জ্যাম এড়াতে বিকল্প পথ-নির্দেশ লালবাজারের

দু'মাস বন্ধ থাকবে স্ট্র্যান্ড রোড, জ্যাম এড়াতে বিকল্প পথ-নির্দেশ লালবাজারের

  • |
Google Oneindia Bengali News

১৪ জুন রাত থেকে কলকাতার গুরুত্বপূর্ণ স্ট্র্যান্ড রোডের একটি অলশ বন্ধ থাকবে৷ বিবেকানন্দ রোড ফ্লাইওভারে কাজ চলার কারণেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে লালবাজার৷ তবে মহানগরের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হলেও যাতে জ্যামে পড়তে না হয় মানুষকে তার ব্যবস্থাও করা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে৷

 দুমাস বন্ধ থাকবে স্ট্র্যান্ড রোড, জ্যাম এড়াতে বিকল্প পথ-নির্দেশ লালবাজারের

স্ট্র্যান্ড রোড সংলগ্ন মীরবাহাদুর ঘাট রোড থেকে কে কে টেগোর স্ট্রিটের দিকের রাস্তাটি ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন সাধারণ মানুষ৷

লালবাজার সূত্রে জানানো হয়েছে চলতি মাসের ১৪ তারিখ থেকে অগাস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত ব্রীজের কাজের জন্য বন্ধ থাকবে স্ট্র্যান্ড রোডের একটি অংশ। রাস্তার যে অংশটি কাজের জন্য বন্ধ রাখা হবে সেখসন থেকে সেন্ট্রালের দিকে মহাত্মা গান্ধী রোতে স্বাভাবিক ভাবে গাড়ি চলাচল করবে৷ স্ট্র্যান্ড রোড বন্ধ থাকায় সংলগ্ন এম জি রোডে গাড়ির ভিড় বাড়বে তাই মহাত্মা গান্ধী রোডে বন্ধ রাখা হবে ট্রাম চলাচল। স্ট্র্যান্ড রোড ধরে শ্যামবাজারের দিকে আসা ভারী গাড়িগুলিকে বিদ্যাসাগর ট্রাফিক গার্ড এলাকা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ও রবীন্দ্র সরণির হয়ে ঢুকতে হবে৷ এই রাস্তা দিয়েই চলবে যাত্রীবাহী বাসও৷

অন্যদিকে পোস্তায় ঢোকার জন্য নবাব লেনের ক্রসিং, মীরবাহাদুর ঘাট স্ট্রিট ও মহর্ষি দেবেন্দ্র রোড ব্যবহারের জন্য খুলে রাখা হবে।

English summary
Strand Road will be closed for two months, Lalbazar has an alternative route for people to avoid traffic jams
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X