For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় আছড়ে পড়ল ঝড়, কয়েক পশলা বৃষ্টিতে কমল না গরম, দেখুন ভিডিও

সন্ধ্য়া নামতেই কলকাতা জুড়ে আছড়ে পড়ল প্রবল ঝড়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় কলকাতা এবং শহরতলিতে আছড়ে পড়ে। ওড়িশা থেকে উত্তরবঙ্গ পর্যন্ত এক নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে।

Google Oneindia Bengali News

সন্ধ্য়া নামতেই কলকাতা জুড়ে আছড়ে পড়ল প্রবল ঝড়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় কলকাতা এবং শহরতলিতে আছড়ে পড়ে। ওড়িশা থেকে উত্তরবঙ্গ পর্যন্ত এক নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর জেরে শুক্রবার সকাল থেকে উত্তরবঙ্গে ডুয়ার্সে কয়েক জেলায় শিলাবৃষ্টিও হয়। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের দুই উপকূলবর্তী জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও যে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়বে তার পূর্বাভাস দিয়েই রেখেছিল আবহাওয়া দফতর।

কলকাতা জুড়ে ঝড়-বৃষ্টি, জানুন ওয়েদার আপডেট

শনিবার বিকেলেই দুই মেদিনীপুরে ঝড় আছড়ে পড়ার পর কলকাতাতেও সন্ধ্যা নাগাদ ঝড় আছড়ে পড়ে। বজ্র-বিদ্যুৎ-সহ কয়েক জায়গায় কয়েক পশলা বৃষ্টিও হয়। কিন্তু, ঝড় ও সামান্য বৃষ্টিতে কলকাতা বা তার সংলগ্ন এলাকায় তাপমাত্রার খুব একটা নিচে নামেনি। বরং ঝড়ের জন্য কলকাতা শহরের কয়েক জায়গায় গাছ উপড়ে পড়ে বিপত্তি হয়।

এখন পর্যন্ত পাওয়া খবরে দক্ষিণবঙ্গের চার জেলায় ঝড় ও বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই কলকাতা -সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আকাশের মুখ ভার ছিল। এর সঙ্গে বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তি ভালোমতোই অনুভূত হয়। কিন্তু, আকাশ জুড়ে কালো মেঘ দেখে মানুষ আশার প্রহর গুনছিলেন যে কতক্ষণে বৃষ্টিটা আসবে। বলতে গেলে শনিবার দিনভর গরমের অস্বস্তি পোহাতে পোহাতে এই তিতিক্ষাতেই বারবার আকাশের দিক মুখ ফিরিয়েছেন মানুষ। বিকেল ৫টার মধ্যেই কলকাতার আকাশ নিকষ কালো করে অন্ধকার নামে। ঘড়ির কাঁটা পৌনে ছটা ছুঁতে না ছুঁতেই শুরু হয়ে যায় হাওয়ার দাপট। কিছুক্ষণের মধ্যেই চারিদিক কাপিয়ে আছড়ে পড় ঝড়। সেইসঙ্গে প্রবল ব্রজ্যু-বিদ্যুৎপাত হতে থাকে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হয়। কিন্তু, গরম বা শুখা আবহাওয়া পরিস্থিতিতে স্বস্তি আনতে এই বৃষ্টি যথেষ্ট ছিল না।

কলকাতা জুড়ে ঝড়-বৃষ্টি, জানুন ওয়েদার আপডেট

যদিও, হাওয়া দফতরের এখন আশার বাণি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের। রবিবার বেলা পর্যন্ত এই সম্ভাবনার কথা জানানো হয়েছে। আপাতত হাওয়া দফতরের সেই আশার সতর্কতাতেই চাতক পাখির মতো চেয়ে আছে কলকাতার মানুষ।

English summary
In the evening, there was a strong storm in Kolkata. Storms hit Kolkata and suburbs at 30 to 40 kilometers. A depressant axis has been created from Odisha to North Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X