For Quick Alerts
For Daily Alerts
এসটিএফ-এর বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ৮ অস্ত্র ও জালনোট পাচারকারী
অস্ত্র ও জালনোট চক্রের আটজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। এদিন সকালে রাজাবাজার এলাকা থেকে এদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র ছাড়াও জালনোট উদ্ধার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৩ জন মুঙ্গেরের এবং বাকিরা মালদহের বাসিন্দা বলে জানা গিয়েছে।

কলকাতা দিয়েই অস্ত্র ও জালনোট পাচার হয়। আর রাজাবাজার এবং নারকেলডাঙা এলাকার নামও পুলিশের এসটিএফ-এর কাছে এসেছিল। সেই মতো রবিবার সকালে ফাঁদ পাতে এসটিএফ। অস্ত্র এবং জালনোট আদানপ্রদানের সময় আটজনকে গ্রেফতার করা হয়। বেশ কয়েকটি অসমাপ্ত রিভলবার এবং প্রায় ৬০ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।
মুঙ্গেরের তিন বাসিন্দা হল মহঃ নৌশাদ, মহঃ নিজাম এবং রহিত সাহিল। মালদহে পাঁচ বাসিন্দা হল মহঃ জিয়াউল শেখ, রাহুল শেখ, রফিকুল শেখ, জিয়াউদ্দিন মল্লিক এবং তাহির শেখ।