For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় জালনোট চক্রের হদিশ, বড়বাজারে হাতেনাতে পাকড়াও দুই পান্ডা

বড়বাজারের ক্যানিং স্ট্রিট থেকে জালনোট-সহ গ্রেফতার করা হল দুজনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার টাকার জালনোট।

Google Oneindia Bengali News

এবার শহর কলকাতায় হদিশ মিলল জালনোট চক্রের। বড়বাজারের ক্যানিং স্ট্রিট থেকে জালনোট-সহ গ্রেফতার করা হল দুজনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার টাকার জালনোট। সব নোটই নতুন দু-হাজারের। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এদিন দুজনকেই ব্যাঙ্কশাল কোর্টে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

কলকাতায় জালনোট চক্রের হদিশ, বড়বাজারে হাতেনাতে পাকড়াও দুই পান্ডা

পুলিশ জানিয়েছে, ধৃত দুই জালনোট চক্রের পান্ডার নাম আবদুস সাত্তার ও আজাদ শেখ। আবদুসের বাড়ি মালদহে। আর আজাদের বাড়ি রাজস্থানে। সোমবার রাত আটটা নাগাদ কলকাতার বড়বাজারে ক্যানিং স্ট্রিট মার্কেটে আবদুস ও আজাদ ইলেকট্রিক্যাল জিনিসপত্র কিনতে এসেছিল।

[আরও পড়ুন:'হিটলারের মতোই পরিণতি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের'! কেন এমন কথা বামনেতার মুখে][আরও পড়ুন:'হিটলারের মতোই পরিণতি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের'! কেন এমন কথা বামনেতার মুখে]

স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়। তখনই খবর দেওয়া হয় লালবাজারে। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স ঘটনাস্থলে পৌঁছয়। দুজনকেই গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ লক্ষ টাকার জালনোট। পুলিশ ধৃত দুজনকে হেফাজতে নিয়ে জালনোট চক্রের চাঁইদের পাকড়াও করতে চাইছে।

[আরও পড়ুন:মহার্ঘ জ্বালানি! পেট্রলের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মমতা, কী বললেন টুইট বার্তায় ][আরও পড়ুন:মহার্ঘ জ্বালানি! পেট্রলের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মমতা, কী বললেন টুইট বার্তায় ]

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ধৃত দুই জালনোট চক্রের পান্ডাদের সঙ্গে আন্তর্জাতিক চক্রের পান্ডাদের যোগ রয়েছে। মূলত এরা দুজন পশ্চিম ভারতে জালনো ছড়িয়ে দেওয়ার কাজ করত। পুলিশ খতিয়ে দেখছে ধৃতদের সঙ্গে কোনও জঙ্গি-যোগ রয়েছে কি না।

English summary
STF arrests two men with fake note from Kolkata. Fake note of 10 lacs is recovered from them,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X