For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনি কি অ্যাপ ক্যাবের চড়েন! এবার কি সারচার্জ থেকে রক্ষা, কিন্তু কী ভাবে

ব্যস্ত সময়ে অ্যাপ ক্যাবের সারচার্জ বৃদ্ধি নিয়ে কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কোনও ভাবেই সারচার্জ ৪৫ শতাংশের বেশি হবে না। পরিবহণ দফতরের তরফে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ব্যস্ত সময়ে অ্যাপ ক্যাবের সারচার্জ বৃদ্ধি নিয়ে কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কোনও ভাবেই সারচার্জ ৪৫ শতাংশের বেশি হবে না।

আপনি কি অ্যাপ ক্যাবের চড়েন! এবার কি সারচার্জ থেকে রক্ষা, কিন্তু কী ভাবে

সূত্রের খবর অনুযায়ী, পরিবহণ দফতরের তরফে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে সারচার্জ নিলে চালকদের কমিশনও বাড়াতে হবে। প্রতিমাসে সরকারকে রিপোর্ট পাঠানোর নির্দেশিকাও জারি করা হয়েছে।

ভাড়া নির্দিষ্ট কোনও চার্ট নেই। একই রুটে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ভাড়া। বিশেষ করে দিনের ব্যস্ততম সময়ে ভাড়া বেড়ে দ্বিগুণ-কিংবা তিনগুণও হয়ে যায়। বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগে সেই ভাড়া হয়ে যায় তারও বেশি। সে সম্পর্কে বারবার অভিযোগ পেয়েছে রাজ্যের পরিবহণ দফতর। এবার ব্যবস্থার কথা জানাল পরিবহণ দফতর।

সূত্রের খবর অনুযায়ী, পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, সারচার্জ কোনও সময়েই ৪৫ শতাংসের বেশি নেওয়া যাবে না। আর সকাল ৮ টা থেকে রাত ৮ টার মধ্যে কোনও সারচার্জ নেওয়া যাবে না। প্রতি মাসে এবিষয়ে সরকারকে রিপোর্টও পাঠাতে হবে। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে ফের বৈঠক হবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর।

English summary
State transport Dept is taking steps on app cab surcharge in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X