For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালদহ, মুর্শিদাবাদ বেড়ানোর জায়গা নয়! কৈলাসকে উপদেশ দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য

মালদহ ও মুর্শিদাবাদে বেড়ানোর জায়গা নয়। এদিন এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

  • |
Google Oneindia Bengali News

মালদহ ও মুর্শিদাবাদে বেড়ানোর জায়গা নয়। এদিন এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রসঙ্গত এদিন রাজ্যপাল সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব এলাকায় যেতে চেয়েছিলেন। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য কৈলাস বিজয়বর্গীয়কে কেন্দ্রের কাজে নজরদারি পরামর্শ দেন।

কৈলাসকে ঘিরে গো-ব্যাক স্লোগান

মুর্শিদাবাদের নবগ্রামে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে ঘিরে গো-ব্যাক স্লোগান। তাঁকে কালো পতাকা দেখানো হয়। তাঁর সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা ঘিরে ধরে কৈলাস বিজয়বর্গীয়কে গাড়িতে তুলে দেন। নবগ্রাম ছাড়াও সুকির মোড়, মোড়গ্রাম এবং ওমরপুরেও একই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

মালদহ ও মুর্শিদাবাদ যেতে চান রাজ্যপাল

মালদহ ও মুর্শিদাবাদ যেতে চান রাজ্যপাল

আইনের বিরোধিতার নাম করে মালদহ ও মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, তাতে তিনি ব্যথিত বলে জানিয়েছেন রাজ্যপাল। না জেনেই কিছু মানুষ অশান্তি ছড়াচ্ছেন। বলেছেন রাজ্যপাল। একের পর রেল স্টেশনে ভাঙচুর করা হয়। ট্রেনে আগুন লাগানো হয় এই দুই জেলায়। রাজ্যপাল সেই সব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে চান বলে জানিয়েছেন। তাঁর আশা প্রশাসন তাঁকে যেতে দেবে।

কৈলাসের মুর্শিদাবাদে যাওয়া নিয়ে প্রশ্ন চন্দ্রিমার

কৈলাসের মুর্শিদাবাদে যাওয়া নিয়ে প্রশ্ন চন্দ্রিমার

এদিন কৈলাস বিজয়বর্গীয়কে ঘিরে গোব্যাক স্লোগান নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে। তখন তিনি বলেন, কৈলাস ওখানে কী করছিলেন। কেন্দ্রের কাজ দেখুন, পরামর্শ দেন চন্দ্রিমা।

'রাজ্যপাল বিজেপির এজেন্ট'

'রাজ্যপাল বিজেপির এজেন্ট'

এদিন রাজ্যপালকে ফের বিজেপির এজেন্ট বলে মন্তব্য করা হয়েছে তৃণমূলের তরফে। এর আগেও রাজ্যপাল জগদীপ ধনকরকে বিজেপির এজেন্ট বলে মন্তব্য করেছিল তৃণমূল। প্রসঙ্গত এর আগে রাজ্যপাল সিঙ্গুর ঘুরে আসার পর নন্দীগ্রাম যেতে চেয়েছিলেন। সেই সময় তাঁকে বিজেপির এজেন্ট বলেছিল তৃণমূল।

'মমতা ভালই কাজ করছেন'

'মমতা ভালই কাজ করছেন'

চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভালই কাজ করছেন। প্রশাসন আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

কাঁটা নাগরিকত্ব বিল, নদীর জলবণ্টন আলোচনা বাতিল করল বাংলােদশকাঁটা নাগরিকত্ব বিল, নদীর জলবণ্টন আলোচনা বাতিল করল বাংলােদশ

English summary
State Minister Chandrima Bhattacharya attacks Jagdeep Dhankhar and Kailash Vijayvarghiya. Today Kailash Vijayvarghiya went to Murshidabad and Governor wants to go to Malda and Murshidabad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X