For Quick Alerts
For Daily Alerts
মেয়র-পুলিশ কমিশনার বৈঠক! শহরে নৈশাবাসের সংখ্যা বাড়াতে চায় সরকার
শহরে নৈশাবাস অর্থাৎ নাইট শেলটারের সংখ্যা বাড়েত চায় সরকার। মূলত গৃহহীন মানুষদের জন্যই এই উদ্যোগ। বিষয়টি নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে পুলিশ কমিশনারের বৈঠকও হবে বলে জানা গিয়েছে। শহরের কোন কোন এলাকায় বেশি সংখ্যক গৃহহীন মানুষ রয়েছেন, সেই তথ্য পেতে পুরসভা লালবাজারের দ্বারস্থ বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতেই শহরে নতুন নাইট শেল্টার তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেবে পুরসভা। এছাড়াও পুরসভার অফিস এবং স্কুলগুলিতে নািট শেল্টার হিসেবে ব্যবহার করা যায় কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এখনও পর্যন্ত ৪৩টি নৈশাবাস রয়েছে শহরে। এরমধ্যে ৫ টি তৈরি করেছে কলকাতা পুরসভা। বাকিগুলি তৈরি করেছে সমাজ কল্যাণ দফতর। কলকাতা পুরসভা যে নৈশাবাসগুলি তৈরি করেছে তার মধ্যে রয়েছে, রাজা মণীন্দ্র রোড, গ্যালিফ স্ট্রিট, গৌরী বাড়ি, নর্দার্ন পার্ক এবং চেতলা ঘাট।