For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমিশনকে 'বুড়ো আঙুল'! একদফায় পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা নবান্নের

ভোটের দিন জানিয়ে রাজ্য সরকারের ফ্যাক্স রাজ্য নির্বাচন কমিশনকে। ১৪ মে একদফায় ভোটের দিন জানানো হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে গণনা হবে ১৬ জুন।

  • |
Google Oneindia Bengali News

ভোটের দিন জানিয়ে রাজ্য সরকারের ফ্যাক্স রাজ্য নির্বাচন কমিশনকে। ১৪ মে একদফায় ভোটের দিন জানানো হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে গণনা হবে ১৬ জুন। এদিকে এই ফ্যাক্স পাওয়ার পরেই জরুরি বৈঠকে বসে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত আইন বলেই রাজ্যের এই নোটিশ বলে জানা গিয়েছে।

 কমিশনকে বুড়ো আঙুল! একদফায় পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা নবান্নের

আদালতে যাওয়ার পরে নির্বাচনে সময় কমে যাওয়ার পর থেকেই রাজ্য একদফায় ভোটের কথা বলেছিল নির্বাচন কমিশনকে। কিন্তু নিরাপত্তার কথা বলে একদফায় ভোটের দিনে রাজি হয়নি কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪ ও ১৬ মে ভোট করাতে চেয়েছিল কমিশন। সম্ভবত ১৬ মে-র রাতে শুরু হচ্ছে রমজান মাস।

রাজ্যের তরফে সশস্ত্র ও লাঠিধারী পুলিশের যে হিসেব দেওয়া হয়েছিল, তা একদিনে নির্বাচন সামলানোর পক্ষে যথেষ্ট নয় বলেই মত রাজ্য নির্বাচন কমিশনের।

রাজ্যের তরফে নির্বাচনের দিন ঘোষণার আগে, বৃহস্পতিবার কমিশনকে দিন ঘোষণার জন্য সময় দেওয়া হয়েছিল নবান্নের তরফে। এমন কী যাতে সরকারি পদাধিকারীদের সঙ্গে বৈঠক করা হয়, সেটাও বলেছিল রাজ্য। এরপর কমিশনের তরফে কোনও উত্তর না আসার একতরফা নির্বাচনের দিন ঘোষণা বলেই সূত্রের খবর।

এদিকে, রাজ্যে পঞ্চায়েত নিয়ে ফের ডিভিশন বেঞ্চে আবেদন কংগ্রেস ও সিপিএম-এর। তাদের আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে দুদলের তরফে। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা।

English summary
State govt declares the Panchayat Election date on 14th May
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X