রাজ্যের আইএএস ডেকে পাঠানোর নিয়ে সংঘাতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন
এবার রাজ্যের আইএএস ডেকে পাঠানোর নিয়ে সংঘাতে জড়ালো রাজ্য সরকার ও নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্য থেকে আগামী ৩১ অক্টোবর ৩৪ জন আই এ এস কে ডেকে পাঠানো মুখ নির্বাচন কমিশন পক্ষ থেকে। তাঁদেরকে ঝাড়খণ্ডের নির্বাচনী কাজে লাগানোর জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের ডাকা হয়েছে।

মোট ৪১ জনের মধ্যে শুধু মাত্র ৩৪ জনকে বাংলা থেকে ডেকে পাঠানো নির্দেশ নিয়ে নতুন করে সংঘাত শুরু হয়েছে বলে সূত্রের খবর।
এই নির্দেশিকা কে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের জন্য প্রায় ৫ মাস উন্নায়ানের কাজ স্তব্ধ হাওয়ায় আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এবার ৩৪ জন আই এ এস কে ডেকে পাঠানোর সিদ্ধান্তে বিরোধিতায় মমতা। নির্বাচন কমিশনের শুধু মাত্র এই রাজ্য থেকে ৩৪ জন আধিকারিককে ডাকলে রাজ্যের উন্নয়ানের কাজ যে থমকে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। তাই রাজ্যের আধিকারিকদের ছাড়তে নারাজ মমতা। যার জেরে ফের সংঘাতের আবহাওয়া তৈরি হয়েছে বলে মত রাজনীতিক মহলের।