For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি কর্মীদের জন্য ফের সুখবর, মমতার সরকারের নয়া নির্দেশিকায় উৎসাহ তুঙ্গে

ফের সরকারি কর্মীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার। রাজ্যের অর্থ দফতর সূত্রে জানানো হয়েছে, এখন থেকে অবসরের পরই পেনশন পাবেন সরকারি কর্মীরা।

  • |
Google Oneindia Bengali News

ফের সরকারি কর্মীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার। রাজ্যের অর্থ দফতর সূত্রে জানানো হয়েছে, এখন থেকে অবসরের পরই পেনশন পাবেন সরকারি কর্মীরা। শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ দফতর জানায়, রাজ্যের সরকারি কর্মীদের পেনশন পেতে যাতে দীর্ঘসূত্রিতা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

সরকারি কর্মীদের জন্য ফের সুখবর, মমতার সরকারের নয়া নির্দেশিকায় উৎসাহ তুঙ্গে

নবান্নের তরফে জানানো হয়েছে নয়া নির্দেশিকা মেনে চললে অবসর নেওয়ার পরই পেনশন হাতে পাবেন কর্মীরা। কোনও কালবিলম্ব হবে না। সরকারি কর্মীদের ঘুরতে হবে না বিভিন্ন দফতরের দরজায় দরজায়। অবসরের পর সরকারি কর্মীদের পেনশন পাওয়ায় জটিলতা এক লাফে কমে যাবে অনেকটাই।

[আরও পড়ুন: বিষমদকাণ্ডে খোঁড়া বাদশা-সহ চারজনের যাবজ্জীবন, সাজা ঘোষণা আলিপুর আদালতের][আরও পড়ুন: বিষমদকাণ্ডে খোঁড়া বাদশা-সহ চারজনের যাবজ্জীবন, সাজা ঘোষণা আলিপুর আদালতের]

জটিলতা কমাতে নবান্নের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, অবসরের পর আর পেনশন হাতে পেতে এক জানালা পদ্ধতি প্রয়োগ করা হবে। সমস্ত কর্মী যাতে অবসরের সঙ্গে সঙ্গে পেনশন পান, সেজন্য দু-বছর আগে সার্ভিস বুক প্রস্তুত করে রাখতে হবে। পেনশনের যাবতীয় নথি সংগ্রহ করবে রাজ্য। তাতেই হবে সমস্ত সংকট মোচন।

[আরও পড়ুন:মুকুলের হাত ধরে বিজেপিতে অধীর-ঘনিষ্ঠ, কংগ্রেসের জনপ্রিয় নেত্রী হাত ছেড়ে পদ্মে][আরও পড়ুন:মুকুলের হাত ধরে বিজেপিতে অধীর-ঘনিষ্ঠ, কংগ্রেসের জনপ্রিয় নেত্রী হাত ছেড়ে পদ্মে]

সরকারি কর্মীদের সার্ভিস বুক দেখে ফাইল তৈরি শুরু হয়ে যাবে দু-বছর আগে থেকেই। আর এই কাজ এমনভাবে এগোবে যে কর্মীদের অবসরের ৬ মাস আগেই সেই ফাইল পৌঁছে দেওয়া হবে এজির দফতরে। রাজ্য সরকারের এই নির্দেশিকার ফলে রাজ্য সরকারি কর্মীদের পেনশন প্রাপ্তি সহজতর হবে। এই নির্দেশিকায় কর্মীমহলে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই।

[আরও পড়ুন: ফের মেট্রোয় 'মরণ' ঝাঁপ কলকাতায়, আত্মহত্যার চেষ্টায় অফিস টাইমে ব্যাহত পরিষেবা][আরও পড়ুন: ফের মেট্রোয় 'মরণ' ঝাঁপ কলকাতায়, আত্মহত্যার চেষ্টায় অফিস টাইমে ব্যাহত পরিষেবা]

English summary
State government issues a notification on Pension of their employee. For this notification the pension slowdown will be ended.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X