For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের সুখবর দিল রাজ্য সরকার! পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি, শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তিও

দিন কয়েক আগেই শিক্ষক থেকে শুরু করে সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে খুশির খবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্শ্বশিক্ষক

Google Oneindia Bengali News

দিন কয়েক আগেই শিক্ষক থেকে শুরু করে সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে খুশির খবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্শ্বশিক্ষকদের জন্য সুখবর দিলেন। একইসঙ্গে তাঁদের বেতন বাড়ানোর পাশাপাশি আরও পার্শ্বশিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন তিনি।

ফের সুখবর দিল রাজ্য সরকার! পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি, শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তিও

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্শ্বশিক্ষকদের সম্মেলনে উপস্থিত হয়ে খুশির খবর ঘোষণা করলেন। এদিন প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো বার্তা শোনানো হয় মোবাইলের মাধ্যমে। মুখ্যমন্ত্রী এই সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি, তিনি উত্তরকন্যায় এক জরুরি বৈঠকে যোগ দিতে গিয়েছেন।

মুখ্যমন্ত্রীর বার্তার পরই পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন প্রাথমিকের পার্শ্বশিক্ষকরা পেতেন ৫ হাজার ৯৫৪ টাকা। তা বাড়িয়ে করা হচ্ছে ১০ হাজার টাকা। উচ্চপ্রাথমিকে রাজ্যের পার্শ্বশিক্ষকদের বেতন দেওয়া হত ৮ হাজার ১৮৬ টাকা ৷ মুখ্যমন্ত্রীর ঘোষণায় উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষকরা পাবেন ১৩ হাজার টাকা। মুখ্যমন্ত্রীর ঘোষণামতো ২০১৮ সালের ১ মার্চ থেকেই কার্যকর হবে এই নয়া বেতন ৷

এই সুখবরের পাশাপাশি আরও একটি খুশির খবর দেন শিক্ষামন্ত্রী। পার্থবাবু এদিন ঘোষণা করেন, শীঘ্রই রাজ্যে পার্শ্বশিক্ষক নিয়োগ করা হবে। পার্শ্বশিক্ষকের সংখ্যা বাড়ানোরও সিদ্দান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষে। ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ পার্শ্বশিক্ষক নিয়োগ করা হবে এবার। ফলে বেকার যুবক-যুবতীদের কাছে সুযোগ চলে আসবে পার্শ্বশিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার। বর্তমানে প্রাথমিকে ২২ হাজার ৯৫ জন ও উচ্চপ্রাথমিকে ২৬ হাজার ৫৮৫ জন পার্শ্বশিক্ষক কর্মরত রয়েছেন।

English summary
State government decides to increase salary and recruitment of Para-teacher. Education minister Partha Chatterjee announces those two decisions in convention,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X