For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার আগেই সুখবর, রাজ্যে সাত হাজার নতুন শিক্ষক পদ তৈরি, নিয়োগ শীঘ্রই

রাজ্যে নিয়োগ হচ্ছে প্রায় সাত হাজার শিক্ষক। শুক্রবারই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন মিলেছে। জরুরি ভিত্তিতে পদ সৃষ্টি করে নিয়োগ বিজ্ঞপ্তি জরি করা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে নিয়োগ হচ্ছে প্রায় সাত হাজার শিক্ষক। শুক্রবারই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন মিলেছে। জরুরি ভিত্তিতে পদ সৃষ্টি করে নিয়োগ বিজ্ঞপ্তি জরি করা হচ্ছে। উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে কোনও শিক্ষকপদ না থাকায়, ২১৯৮টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের তিনজন করে শিক্ষকের পদ তৈরি করা হচ্ছে। সব মলিয়ে ৬,৮৭৮টি শিক্ষক পদে নিয়োগ হবে শীঘ্রই।

রাজ্যে সাত হাজার নতুন শিক্ষক পদ তৈরি, নিয়োগ শীঘ্রই

নতুন তৈরি হওয়া ওই পদ-সহ মোট ৬,৫৯৪ জনকে সহ-শিক্ষক পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সাঁওতালি ভাষার শিক্ষকও নিয়োগ করা হচ্ছে। সাঁওতালি মাধ্যমের বিদ্যালয়গুলিতে মোট নিয়োগ হচ্ছে ২৮৪ জন। উচ্চ প্রাথমিকে ২২৬ ও বাকি ৫৮ জন মাধ্যমিক বিদ্যালয়ে।

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এই নিয়োগের সিদ্ধান্ত জানান। অর্থ দফতরের মঞ্জুরির পর ক্যাবিনেটে আলোচনা হয়েছে। এবার শিক্ষা দফতরের নিয়ম মোতাবেক নিয়োগ হবে।

উল্লেখ্য, ২১৯৮টি নবগঠিত উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের জন্য মোট ৬৫৯৪টি সহ শিক্ষক পদ তৈরি করা হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদন হয়ে গিয়েছে, এবার ১৫ দিনের মধ্যে নতুন পদ সৃষ্টির বিজ্ঞপ্তি প্রকাশ হবে। তারপর স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মোতাবেক এই পদে নিয়োগ হবে।

English summary
State government decides to appoint teachers in new created post for upper primary school of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X