For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটে অনিয়ম! বহু বুথে পুনর্নির্বাচনের জন্য সুপারিশ মমতার জেলা প্রশাসনগুলির

রাজ্যে কি প্রায় ৩০০-র বেশি বুথে পুনর্নির্বাচন হতে চলেছে। বিভিন্ন জেলা প্রশাসনের পাঠানো রিপোর্টের প্রেক্ষিতে এমনটাই সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তর থেকে দক্ষিণ, তালিকায় রয়েছে রাজ্যের একাধিক জেলা।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে কি প্রায় ৩০০-র বেশি বুথে পুনর্নির্বাচন হতে চলেছে। বিভিন্ন জেলা প্রশাসনের পাঠানো রিপোর্টের প্রেক্ষিতে এমনটাই সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তর থেকে দক্ষিণ, তালিকায় রয়েছে রাজ্যের একাধিক জেলা।

ভোটে অনিয়ম! বহু বুথে পুনর্নির্বাচনের জন্য সুপারিশ মমতার জেলা প্রশাসনগুলির

সোমবার পঞ্চায়েত ভোটে কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া কিংবা উত্তর ২৪ পরগনা, কোথাও ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়া, ভেঙে ফেলা কিংবা জলে ফেলে দেওয়ার ঘটনা ভুড়ি ভুড়ি। এছাড়াও বুথে ঢুকে হুমকি, ছাপ্পা ভোটের অভিযোগ তো ছিলই। এলাকা ভিত্তিক রিপোর্ট সংগ্রহের পর জেলা প্রশাসনের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠানো হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি কমিশন। চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন রাজ্য নির্বাচন কমিশনার।

মঙ্গলবার সকালে একদফা বৈঠকে বসে রাজ্য নির্বাচন কমিশন। সেখানে বিভিন্ন জেলা থেকে পাঠানো রিপোর্ট নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর অনুযায়ী, কোচবিহারের ৫০, মুর্শিদাবাদের ১০, নদিয়ার ৬০, বীরভূমের ১০, পশ্চিম মেদিনীপুরের অন্তত ৩০ টি বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা। বিকেলে অপর একটি বৈঠকের পর এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

English summary
State Election Commission can order re polling for more than 300 booths in Panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X