For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জটে পঞ্চায়েত নির্বাচন! হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল কমিশন

শেষ পর্যন্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করল রাজ্য নির্বাচন কমিশন। এরআগে অবশ্য এদিন সকালের দিকে প্রথমে সিপিএম এবং পরে বিজেপি সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে।

  • |
Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করল রাজ্য নির্বাচন কমিশন। এরআগে অবশ্য এদিন সকালের দিকে প্রথমে সিপিএম এবং পরে বিজেপি সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে। এ-মনোনয়ন নিয়ে শুনানিতে যাতে তাদের বক্তব্যও শোনা হয়, সেই জন্য ক্যাভিয়েট দাখিল বলে জানা গিয়েছে।

 জটে পঞ্চায়েত নির্বাচন! হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল কমিশন

রাজ্যের পঞ্চায়েত ভোটের প্রস্তুতি চূড়ান্ত পর্বে। সেই সময় মঙ্গলবার ই-মনোনয়ন নিয়ে যুগান্তকারী রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই সময় জানা যায় সিপিএম-এর তরফে প্রায় আটশো ই-মনোনয়ন দাখিল করা হয়েছে। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ আবেদনগুলির স্ক্রুটিনির নির্দেশ দেন। দিনের শেষে বিজেপি জানায় তারা প্রায় দুহাজার ই মনোনয়ন দাখিল করে রেখেছে। ফলে তাদের আবেদনও শোনা হোক। ফলে ই মনোনয়ন নিয়ে বিপাকে পড়ে যায় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, এই সময় ই-মনোনয়নের চাপ থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার সূত্র বের করে রাজ্য নির্বাচন কমিশন।

বুধবার সুপ্রিম কোর্টের কাজ শুরু হতেই সিপিএম-এর তরফে ক্যাভিয়েট দাখিল করা হয়। পরে ক্যাভিয়েট দাখিল করে বিজেপি।

অন্যদিকে, প্রধান বিচারপতির বেঞ্চে নিরাপত্তা সংক্রান্ত একটি মামলা চলছে। বৃহস্পতিবার সেই রায় বেরনোর সম্ভাবনা রয়েছে। প্রধান বিচারপতি যদি নিরাপত্তা সংক্রান্ত মামলায় কোনও ইতিবাচক রায় দেন, তাহলে নির্দিষ্ট দিনে ভোট করাতে কমিশন প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে।

English summary
State Election Commission appeals to Supreme Court against HC order on Panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X