For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার আগে আর ভোট নয়! রাজ্যে পিছিয়ে গেল পুরভোট! প্রশাসক নিয়োগে বিল পাস

লোকসভা ভোটের আগে হচ্ছে না রাজ্যের আর কোনও ভোট। এমনই সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য সরকার।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের আগে হচ্ছে না রাজ্যের আর কোনও ভোট। এমনই সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম একটি প্রস্তাব পেশ করে জানিয়ে দেন, হাওড়া পুরসভার ভোটও এখন হচ্ছে না। আগেই অন্যান্য পুরসভার ভোটের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই ঘটনায় রাজ্য সরকারের কঠোর সমালোচনা বিরোধীদের।

পিছিয়ে গেল হাওড়া পুরসভার ভোট

পিছিয়ে গেল হাওড়া পুরসভার ভোট

আগস্ট মাসেই মেয়াদ শেষ হয়েছে হাওড়া পুরসভার। এই অবস্থায় এখনও ভোটের পথে হাঁটছে না রাজ্য। আপাতত নির্বাচন স্থগিত করতে বিধানসভায় বিল পাস করা হল। লোকসভার আগে আর ভোট নয়। লোকসভা ভোট মিটলেই ফের পুরসভাগুলিতে ভোটের দামাম বাজবে বলে জানা গিয়েছে।

পুরসভায় প্রশাসক নিয়োগ

পুরসভায় প্রশাসক নিয়োগ

রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর স্থির করেছে অন্যান্য পুরসভার মতো হাওড়া পুরসভাতেও প্রশাসক নিয়োগ করা হবে। এর আগে রাজ্যের যে সমস্ত পুরসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেইসমস্ত পুরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা করে রাজ্য। পুরমন্ত্রী এ প্রস্তাব দেন রাজ্য বিধানসভায়।

বিধানসভায় বিল পাস

বিধানসভায় বিল পাস

হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নির্বাচনে হেলদোল নেই। তাই নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল রাজ্যকে। তারই পরিপ্রেক্ষিতে এদিন নির্বাচন স্থগিত রেখে প্রশাসক নিয়োগের পথে হাঁটল রাজ্য সরকার। এতদিন পুরসভায় প্রশাসক বসানোর কোনও নিয়ম ছিল না। তাই বিধানসভায় বিল পাস করিয়ে আইন করা হল প্রশাসক বসানোর।

তৃণমূল ভয় পাচ্ছে ভোটে

তৃণমূল ভয় পাচ্ছে ভোটে

পুরসভার মেয়াদ ফুরোনো সত্ত্বেও ভোটে না গিয়ে প্রশাসক বসানোর সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না বিরোধীরা। তাঁরা এদিন বিধানসভায় সরব হয়েছেন তৃণমূলের বিরুদ্ধে। বিরোধী বিধায়কদের কথায়, তৃণমূল এখন ভোটে যেতে ভয় পাচ্ছে। লোকসভা ভোটের পরই তাই ভোট করার পরিকল্পনাতেই এই পথ নিল রাজ্য।

পুরমন্ত্রী উবাচ

পুরমন্ত্রী উবাচ

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এ ব্যাপারে বলছেন, এখন সারা বছরই একটা না একটা নির্বাচন লেগে থাকছে। তাই ব্যহত হচ্ছে উন্নয়ন। হাওড়াতে উন্নয়নের বন্যা বইছে। সামনেই আবার লোকসভার ভোট। এখন আবার নির্বাচনের অর্থ উন্নয়নের কাজ থমকে যাওয়া। একসঙ্গে পুরসভা নির্বাচন করার ব্যাপারেই তিনি মত দেন।

English summary
State decides to postpone the election of Howrah Municipal Corporation. Administrator is appointed in HMC after passed the bill in Assembly,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X