For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য বিজেপির বৈঠকে ২০১৯-এর জন্য নতুন টার্গেট দিলীপের! দেখে নিন ভিডিও

২০২১-এর লক্ষ্যে ২০১৯-এ প্রস্তুতি। ২০১৯-এর নির্বাচন রাজ্য বিজেপির সেমিফাইনাল। শুক্রবার বিজেপির রাজ্য পদাধিকারীদের বৈঠকের উদ্বোধনী ভাষণে এমনটাই বললেন সভাপতি দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

২০২১-এর লক্ষ্যে ২০১৯-এ প্রস্তুতি। ২০১৯-এর নির্বাচন রাজ্য বিজেপির সেমিফাইনাল। শুক্রবার বিজেপির রাজ্য পদাধিকারীদের বৈঠকের উদ্বোধনী ভাষণে এমনটাই বললেন সভাপতি দিলীপ ঘোষ। আর মোদীই যে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তাও নিশ্চিত করেই বলা যায়। এমনটাই দাবি করলেন তিনি।

রাজ্য বিজেপির বৈঠকে ২০১৯-এর জন্য নতুন টার্গেট দিলীপের! দেখে নিন ভিডিও

রাজ্যে বদল চাইছে মানুষ। যার জন্য ২০১৯-এ সেমিফাইনালে নামতে যাচ্ছে রাজ্য বিজেপি। মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ২০১৪ সালে রাজ্য থেকে লোকসভায় বিজেপির তেমন কোনও যোগদান ছিল না। কিন্তু ২০১৯-এর নির্বাচনে কমপক্ষে ২৫ টি আসন জিততে হবে দলকে।

দিলীপ ঘোষ বলেন, কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট বাধার চেষ্টা করে। যদি তা হয় তবে রাজ্যে সিপিএম আরও দুর্বল হবে। ফলে প্রধান বিরোধী শক্তি বিজেপিই। সেই জন্য তৃণমূল বিজেপিকে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জায়গায় জোরদার সংগঠনের কথা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছিল বিজেপির বর্তমান রাজ্য নেতৃত্ব। কিন্তু পঞ্চায়েত ভোটেই সংগঠন আগোছালো হয়ে গিয়েছে। কোনও জায়গায় হামলা, ভয় কিংবা কোনও জায়গায় পারিপার্শ্বিক চাপে পড়ে দলবদল করেছেন অনেকে। ফলে খানিকটা ধাক্কাই খেয়েছে সংগঠন।

বিজেপি তরফে রাজ্যে য়ে নজর রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে অবশ্য চেষ্টায় খামতি নেই। অমিত শাহ একাধিকবার রাজ্যে এসেছেন। নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করে সংগঠনের অবস্থা বোঝার চেষ্টা করেছেন। মাঝে মধ্যেই রাজ্যে আসছেন কৈলাস বিজয়বর্গীয়ের মতো নেতারা।

তবে লোকসভা নির্বাচনকে সেমিফাইনাল বলার চল রাজ্যে বজায় রয়েছে অনেকদিন ধরেই। এবার নইলে নেভার শ্লোগান দিয়ে ২০০১ সালে ভোটে লড়েছিলেন তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সে ভোটে সেরকম কোনও সুবিধাই করতে পারেননি মমতা। তবে ২০০৯ সালে গিয়ে লোকসভা নির্বাচনে সাফল্য আসে তৃণমূলের। সেক্ষেত্রে সেমিফাইনালে জয় পায় তৃণমূল। এবার সেই পথেই এগোতে চাইছে রাজ্য বিজেপিও।

এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন, জেলায় জেলায় ঘুরে প্রশাসনিক বৈঠকের নামে উনি ইতিমধ্যেই কয়েকশো কোটি টাকা খরচ করে ফেলেছেন। এই কাজকে দিলীপ ঘোষ মোচ্ছব বলেই কটাক্ষ করেন। দিলীপ ঘোষের দাবি, রাজ্যের মানুষ বিরক্ত। তাঁরা পরিবর্তন চাইছেন বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

English summary
State BJP's semifinal is 2019's Loksabha election, says Dilip Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X