For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল, ছয় অফিসারকে হঠাৎ বদলির নির্দেশ, কারণ নিয়ে জল্পনা

রাজ্যে ফের আইপিএস অফিসারদের বদলি করা হল। বুধবারই এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয় জেলায় জেলায়। এদিন ফের ছয় আইপিএস অফিসারকে বদলি করা হয়।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে ফের আইপিএস অফিসারদের বদলি করা হল। বুধবারই এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয় জেলায় জেলায়। এদিন ফের ছয় আইপিএস অফিসারকে বদলি করা হয়। বদলি করা হয়েছে রাজকরণ নায়ার, কোটেশ্বর রাও নালাভাত, সুখেন্দু হীরা, এস সেলভামুরুগন, মনোরঞ্জন ঘোষ, সইদুল আলিকে। তবে কী কারণে বদলি, তা স্পষ্ট করেনি ভবানি ভবন।

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল, ছয় অফিসারকে হঠাৎ বদলির নির্দেশ, কারণ নিয়ে জল্পনা

লোকসভা ভোট এখনও ছমাসেরও বেশি বাকি। এই সময় কেন বদলি করা হল, তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। বুধবার নির্দেশিকা দিয়ে ভবানিভবন জানায়, আইপিএস রাজকরণ নায়ার হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি জোন নর্থ ১-এর দায়িত্বে ছিলেন। তিনি ইএফআর ফার্স্ট বিএনের সিও হলেন। ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসপি কোটেশ্বর রাও বাঁকুড়ার এসপি পদে গেলেন।

[আরও পড়ুন: তৃণমূলের মতুয়া ভোটব্যাঙ্কে বড়সড় ফাটল! লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদান][আরও পড়ুন: তৃণমূলের মতুয়া ভোটব্যাঙ্কে বড়সড় ফাটল! লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদান]

বাঁকুড়ার এসপি সুখেন্দু হীরাকে নিয়ে আসা হল বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি পদে। তিনি জোন ওয়ানের ডিসি হলেন। এই পদে ছিলেন এস সেলভা মুরুগান। তিনি গেলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের দায়িত্বে। এছাড়া স্যাপ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মনোরঞ্জন ঘোষ স্থানান্তরিত হলেন সিআইডি-তে। তিনি ডিএসপি সিআইডি হলেন। আরও এক স্যাপ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুইদুল আলিকে নিয়ে আসা হল সিআইডিতে।

[আরও পড়ুন:মিশন ২০১৯-এর লক্ষ্যে কোন ইস্যুতে চ্যালেঞ্জ মমতাকে! প্রচারে ঝড় তুলতে তৈরি বিজেপি][আরও পড়ুন:মিশন ২০১৯-এর লক্ষ্যে কোন ইস্যুতে চ্যালেঞ্জ মমতাকে! প্রচারে ঝড় তুলতে তৈরি বিজেপি]

[আরও পড়ুন: রাহুল গান্ধী প্রধানমন্ত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশমন্ত্রী! প্রশ্নের পরামর্শ অমিত শাহের][আরও পড়ুন: রাহুল গান্ধী প্রধানমন্ত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশমন্ত্রী! প্রশ্নের পরামর্শ অমিত শাহের]

English summary
State administration decides to reshuffle in Police department. Six IPS are transferred due to this decision,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X