For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যাম্পাসে যৌন হিংসা বাড়াতে চায় সরকার! এলজিবিটিদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের ডাক বাম ছাত্র সংগঠনের

লিঙ্গবৈষম্যহীন সমাজ ও ক্যাম্পাস গঠনের উদ্দেশ্যে বার্তা দিয়ে সভা করল এসএফআই। এসএফআই-এর রাজ্য সভাপতি সৃজন ভট্টাচার্য বলেন, জি এস ক্যাস এর মত স্বাধীন কমিটি কে লাগু না করে সরকার যৌন হিংসা বাড়াতে চাইছে।

  • |
Google Oneindia Bengali News

লিঙ্গবৈষম্যহীন সমাজ ও ক্যাম্পাস গঠনের উদ্দেশ্যে বার্তা দিয়ে সভা করল এসএফআই। এসএফআই-এর রাজ্য সভাপতি সৃজন ভট্টাচার্য বলেন, জি এস ক্যাস এর মত স্বাধীন কমিটি কে লাগু না করে সরকার যৌন হিংসা বাড়াতে চাইছে। সংগঠনের দাবি, ক্যাম্পাসে লিঙ্গভিত্তিক বৈষম্য চলবে না। যৌন হিংসাও বন্ধ করতে হবে। এর আগেও এলজিবিটিদের পাশে দাঁড়িয়েছিল বামপন্থী এই ছাত্র সংগঠন।

ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

এলজিবিটিদের নিয়ে ঐক্যবদ্ধ লড়াই-এর পথকে প্রশস্ত করতে হবে। এস এফ আই সব ধরণের বৈষম্যের বিরোধিতা করে। জানিয়েছেন এস এফ আই রাজ্য কমিটির সদস্য কমরেড অপ্রতিম রায়। তাঁর অভিযোগ, আর এস এস ও বিজেপি যেভাবে পৌরাণিক,গোঁড়া চিন্তাভাবনা কে আঁকড়ে ধরে মানুষকে লিঙ্গভেদে ও মানুষের যৌন প্রবণতা কে আক্রমণ করছে, তার বিরুদ্ধে এস এফ আই লড়াই করছে এবং করবে। পাশাপাশি একাধিক ধর্ষণ কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকারও সমালোচনা করা হয়।

সকলকে পাশে থাকার আহ্বান

সকলকে পাশে থাকার আহ্বান

লিঙ্গবৈষম্য দূর করার লড়াই-এর একাধিক ধাপ এস এফ আই তৈরি করবে বলে জানিয়েছেন, এসএফআই নেত্রী ঋতুপর্ণা মিত্র। সেই লড়াইয়ে সকলকে সঙ্গ দেওয়ার আহ্বানও তিনি জানিয়েছন।

জৈবিক প্রবণতার ব্যাখ্যা

জৈবিক প্রবণতার ব্যাখ্যা

এসএফআই রাজ্য কমিটির ডাকে লিঙ্গবৈষম্য বিরোধী সমাজের সন্ধানে:সমস্যা ও সম্ভাবনা বিষয়ে আলোচনা সভায় চিকিৎসক ফুয়াদ হালিম জীব-বিজ্ঞানের দিক থেকে লিঙ্গবৈষম্য ও বিভিন্ন জৈবিক প্রবণতা ব্যাখ্যা করেন।

গৌরব ঘোষ ক্যুয়ার আন্দোলনের ইতিহাস ও তার সাথে বামপন্থার সংযোগ-সম্পর্কের এর উপর আলোকপাত করেন। এসএফআই-এর এই সদস্য জেএনইউ-এর চাত্র সংগঠনে দেশের প্রথম ঘোষিত সমকামী হিসেবে ভোটে লড়াই করেছিলেন।

লিঙ্গবৈষম্যহীন সমাজ গঠনের ডাক

লিঙ্গবৈষম্যহীন সমাজ গঠনের ডাক

অভিনব দত্ত সামাজিক স্তরে লিঙ্গবৈষম্যের এবং একাধিক জৈবিক প্রবণতার সমস্যার উৎস উত্তরণের পর্যায় কে ব্যাখ্যা করেন। তনুশ্রী মণ্ডল এবিষয়ে মানসিক জড়তা কে ভেঙে প্রগতির পথে এগিয়ে লিঙ্গবৈষম্যহীন সমাজ গঠনের বার্তা দেন। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় লিঙ্গবৈষম্য দূর করতে আইনি পদক্ষেপ গুলির তুলনামূলক ব্যাখ্যা করেন।

English summary
Standing beside LGBTs, SFI calls for movements
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X