For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নগ্ন' করে নিগ্রহ! দুই অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে স্মরণে রাখার মতো ব্যবস্থা কলেজের

সেন্ট পলস কলেজের এক ছাত্রকে নগ্ন করে নিগ্রহের ঘটনায় কলেজেরই দুই অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ। এই দুই ছাত্র হল ইউনিট সভাপতি অর্ণব ঘোষ, এবং অভিজিৎ দলুই।

  • |
Google Oneindia Bengali News

সেন্ট পলস কলেজের এক ছাত্রকে নগ্ন করে নিগ্রহের ঘটনায় কলেজেরই দুই অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ। এই দুই ছাত্র হল ইউনিট সভাপতি অর্ণব ঘোষ, এবং অভিজিৎ দলুই। কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মী অনন্ত প্রামানিককে আগেই সাসপেন্ড করা হয়েছিল।

নগ্ন করে নিগ্রহ! দুই অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে স্মরণে রাখার মতো ব্যবস্থা কলেজের

এর আগে গত সপ্তাহের অভিযোগ ওঠার পর কলেজের তরফে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি কলেজ কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দেয়। এর পরেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। কলেজের ব্যবস্থা গ্রহণের কথা শিক্ষা দফতরকেও জানিয়ে দেওয়া হয়েছে।

গত সপ্তাহে ঘটনায় শিক্ষামন্ত্রীর কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। যদিও এখনও অধরা অভিযুক্ত সকলেই।

সেন্ট পলস কলেজের টিএমসিপি ইউনিটের এক সদস্য স্টুডেন্টস এইড ফান্ড-এর হিসেব চেয়েছিলেন। এর জবাবে ইউনিট সভাপতি অর্ণব ঘোষ, কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মী অনন্ত প্রামানিক, অভিজিত দলুই এবং শেখ এনামূল হক ওই ছাত্রকে নগ্ন করে নিগ্রহ করে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনাটি সামনে আসার পর আমহার্স্ট স্ট্রিট থানায় ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই ছাত্র।

অভিযুক্ত চারজনের বিরুদ্ধে ব্যবস্থার প্রথম ধাপ হিসেবে কলেজেরই অস্থায়ী অশিক্ষক কর্মী অনন্ত প্রামাণিককে সাসপেন্ড করার কথা জানানো হয় কলেজের তরফে। ঘটনার তদন্তে কলেজের তরফে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। এবার কলেজের দুই অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার করা হল।

কলেজে বহিরাগত নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কলেজে ঢুকতে গেলে গেটের সামনে থাকা রেজিস্টারে নাম লিখতে হচ্ছে। আর বিকেল ৫ টার পরে কলেজে ঢোকা যাচ্ছে না। কেননা বিকেল ৫ টার পরে কলেজেই ছাত্রকে নিগ্রহের ঘটনা ঘটেছিল।

English summary
St Pauls College authority expells two accused students involve in alleged nude harassment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X