For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বার লক্ষ্মী আসুক ঘরে, ধর্না মঞ্চে ধনদেবীর আরাধনায় চাকরি প্রার্থীরা

বার লক্ষ্মী আসুক ঘরে, ধর্না মঞ্চে ধনদেবীর আরাধনায় চাকরি প্রার্থীরা

Google Oneindia Bengali News

কোজাগরী পূর্ণিমা আজ। ঘরে ঘরে চলছে ধনদেবীর আরাধনা। কিন্তু আজও তাঁরা ধর্না মঞ্চে। চাকরির দাবিতে ধর্মতলায় বিক্ষোভ জারি রেখেছেন চাকরি প্রার্থীরা। ঘরে তাঁদের এখনও লক্ষ্মী আসেনি। তাই ধর্নামঞ্চেই ধনদেবীর আরাধনা শুরু করেছেন তাঁরা। যদি একটু সদয় হন লক্ষ্মী।

বার লক্ষ্মী আসুক ঘরে, ধর্না মঞ্চে ধনদেবীর আরাধনায় চাকরি প্রার্থীরা

দুর্গাপুজো জুড়ে চাকরির দাবিতে ধর্নায় অনড় থেকেছেন এসএসসি চাকরি প্রার্থীরা। ৫৭৪ দিনে পড়েছে তাঁদের আন্দোলন। চাকরির দাবিতে অটল থেকেছেন তাঁরা। গতকাল প্রশাসনের বিশেষ অনুরোধে তাঁরা পুজো কার্নিভালের জন্য ধর্না মঞ্চে বসেন নি। তবে আজ সকাল থেকেই আবার তারা হাজির হয়েছেন ধর্না মঞ্চে। যোগ্য হয়েও তাঁরা এখনও কেন চাকরি পেলেন না এই দাবিতে সরব হয়েছেন।

দুর্গাপুজো পার করে লক্ষ্মীপুজো এসে গিয়েছে। সকাল থেকে গোটা রাজ্যে কোজাগরী লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি চলছে। সন্ধে নামলেই ঘরে ঘরে শুরু হয়ে যাবে কোজাগরি লক্ষ্মীর আরাধনা। এই দিনেও ধর্নামঞ্চে হাজির চাকরি প্রার্থীরা। এবার লক্ষ্মীর মূর্তি নিেয় বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা লক্ষ্মী পুজোর আয়োজন করেছেন। গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মঞ্চে হবে কবিগান। মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে অবস্থানরত SSC চাকরিপ্রার্থীরা। ধনদেবী যদি এবার সদয় হন তাঁদের উপরে সেকারণেই এই পুজোর আয়োজন বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা।

চাকরিতে লক্ষ্মী লাভ না হলেও, আজ কোজাগরী পূর্ণিমায় ধনদেবীর আরাধনা করবেন চাকরিপ্রার্থীরা। মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা পুজোর আয়োজন করেছেন। গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মঞ্চে হবে কবিগান। অন্যদিকে, পুজোর দিনও মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে অবস্থানরত SSC চাকরিপ্রার্থীরা। এদিন রাজ্য সরকারি কর্মচারী একটি সংগঠনের প্রতিনিধিরা এই ধর্নামঞ্চে আসবেন বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন।

গত পরশু চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন একাধিক বিজেিপ নেতা। রুদ্রনীল ঘোষ সহ বিজেপি নেতারা তাঁদের হাতে বিজয়া দশমীর মিষ্টি তুেল দেন। পুজোর মধ্যে হঠাৎ একদিন চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁরা চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন। তাঁদের আশ্বস্ত করেন। পুজোর চারদিনও আন্দোলন চালিয়ে গিয়েছেন চাকরি প্রার্থীরা।

Weather Update: উত্তরবঙ্গ ও সিকিমে ৪ দিন প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস! কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতরের Weather Update: উত্তরবঙ্গ ও সিকিমে ৪ দিন প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস! কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতরের

English summary
SSC job seekers Agitation with Laxmi Idol
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X