For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ে রুখে দেওয়া নাবালিকাদের হাত ধরে রাখি বন্ধন উৎসব বেহালায়

একেবারে অন্য রকমের রাখি। রাখি পরাল এক নাবালিকা রফিজা ও তার ৬ সহপাঠিনী। উদ্যোগে বেহালার নেতাজি স্পোর্টিং ক্লাব। মাসখানেক আগে বাড়ির লোকেদের বুঝিয়ে বিয়ে রুখে দেওয়া সম্ভব হয় মথুরাপুরের রফিজার

  • |
Google Oneindia Bengali News

একেবারে অন্য রকমের রাখি। রাখি পরাল এক নাবালিকা ও তার ৬ সহপাঠিনী।

উদ্যোগে বেহালার নেতাজি স্পোর্টিং ক্লাব।

বিয়ে রুখে দেওয়া নাবালিকাদের হাত ধরে রাখি বন্ধন উৎসব বেহালায়

ঘটনাটি মাস খানেক আগে মথুরাপুর থানার লালপুরের চিত্রিগঞ্জ এলাকার। কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী রফিজা খাতুনকে বাড়ি থেকে জোড় করে বিয়ে দেওয়া হচ্ছিল। সে আরও পড়াশোনা করতে চায়। কিন্তু তার পরিবার গ্রাহ্য করেনি। ঘটনাটি জানতে পেরে তার ৬ সহপাঠিনী সাহসিকতা দেখিয়ে চলে যায় রফিজার বাড়িতে। তারা রফিজার পরিবারকে বোঝায়। খবর যায় কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দনকুমার মাইতির কাছেও। খবর পাওয়া মাত্রই প্রধানশিক্ষক উপস্থিত হন ঘটনাস্থলে। পরে সবাই মিলে রফিজার পরিবারকে বোঝায় এবং বিয়ে রুখে দেওয়া সম্ভব হয়।

বিয়ে রুখে দেওয়া নাবালিকাদের হাত ধরে রাখি বন্ধন উৎসব বেহালায়

সেই রফিজা ও তার ছয় সহপাঠিনীকে নিয়েই সোমবার রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছিল বেহালার নেতাজি স্পোর্টিং ক্লাব। ক্লাবের সদস্য, পথ চলতি মানুষজন এবং পাড়ার লোকেদের হাতে রাখি পরিয়ে দেয় ওই সাতজন।

English summary
Special rakhi function at Behala gives strong message against child marriage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X