For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কালীপুজোর মুখে প্রায় ৫০০০ কেজি নিষিদ্ধ শব্দ-বাজি বাজেয়াপ্ত কলকাতা পুলিশের

কালীপুজোর মুখে প্রায় ৫০০০ কেজি নিষিদ্ধ শব্দ-বাজি বাজেয়াপ্ত কলকাতা পুলিশের

  • |
Google Oneindia Bengali News

গত সাত দিনে শহর জুড়ে ৫০০০কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করলো কলকাতা পুলিশ। সূত্রের খবর, যার পরিমাণ গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এদিকে কালীপূজো উপলক্ষে নিষিদ্ধ শব্দ-বাজির ব্যবহার ও বিক্রিতে রাশ টানতে গত সপ্তাহের ১৪ থেকে ২১শে অক্টোবরের মধ্যে শহরের একাধিক এলাকায় দফায় দফায় তল্লাশি অভিযানও চালানো কলকাতা পুলিশের পক্ষ থেকে।

কালীপুজোর মুখে প্রায় ৫০০০ কেজি নিষিদ্ধ শব্দ-বাজি বাজেয়াপ্ত কলকাতা পুলিশের

আর এর জেরেই বড়সড় সাফল্য হাতে এল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের।গত সাতদিনে প্রায় ১৬০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করে তারা। এছাড়াও শহরতলির একাধিক স্থানীয় থানার সহোযেগিতায় উদ্ধার হয় আরও প্রায় ৩৪০০ কেজি নিষিদ্ধ বাজি। এর মধ্যে বেশিরভাগই উদ্ধার হয় পূর্ব কলকাতা ও বন্দর সংলগ্ন এলাকা থেকে। এই বিশেষ পুলিশি অভিযান চলাকালীন মঙ্গলবার রাত পর্যন্ত ১০ জনের গ্রেফতারিরও খবর মিলেছে।

সূত্রের খবর, নিষিদ্ধ শব্দ-বাজির বিক্রির ক্ষেত্রে পুলিশের কড়া অবস্থানের পর পুলিশের চোখে ধুলো দিতে এই বছর বাজি পাচারের ধরণে পরিবর্তন এনেছে কিছু অসাধু ব্যবসায়ী। আগে বিভিন্ন পণ্যবাহী গাড়ির মধ্যে অন্যান্য একাধিক পণ্যের সাথে লুকিয়ে পাচার করা হতো এই সমস্ত নিষিদ্ধ বাজি। তবে এই পাচার পর্বে পুলিশি তল্লাশির ঝুঁকি এড়ানোও তাদের পক্ষে বেশ কঠিন হয়ে পড়তো। তাই পুলিশি নজারদারি এড়িয়ে এই নিষিদ্ধ শব্দ-বাজি পাচারের ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্টকেই হাতিয়ার করেছে চোরাকারবারিরা, এমনটাই ধারণা পুলিশের গোয়েন্দা বিভাগের।

গত বছর সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমার পরেও সারারাত শহর জুড়ে দেদার বাজি ফাটানো হয়। যার জেরে নাগরিক সমাজের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় কলকাতা পুলিশকে। সমালোচনা করেন পরিবেশবিদরাও।

তাই এবার কালীপূজা ও দীপাবলির উপলক্ষে বাড়তি নিরাপত্তার জন্য শহর জুড়ে পুলিশের টহলদারি ভ্যানের সংখ্যাও গত বছরের তুলনায় বাড়ানো হয়েছে। কলকাতা পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানান, জরুরি অবস্থার মোকাবিলা করার জন্য শহরের বিশেষ কয়েকটি জায়গায় ২১ টি আপত্কালীন দল সর্বদা হাজির থাকছে পুলিশের পক্ষ থেকে। তাছাড়া উৎসবের দিন গুলিতে বাড়তি নিরাপত্তার জন্য মজুত থাকছে রেডিও ফ্লাইং স্কোয়াডও।

অন্যদিকে এই বছর কালীপূজোর বিসর্জন উপলক্ষে বাবু-ঘাট, নিমতলা ঘাট সহ বিভিন্ন জায়গায় বাড়তি নিরাপত্তা গ্রহণ করতে চলেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, অনুযায়ী এই বিসর্জনের সময় কোনও রকম বিশৃঙ্খলা এড়াতে ঘাট গুলিতে থাকবেন সহকারী পুলিশ কমিশনার সহ কলকাতা পুলিশের দুই উচ্চপদস্থ আধিকারিক।

English summary
special breakthrough of kolkata police in preventing banned crackers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X