For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ জুলাই পালনে 'ধাক্কা'! অগ্রাধিকার ঠিক করে দিলেন মমতা

২১ জুলাইয়ের ২৫ বছর পূর্তিতে খানিকটা হলেও ধাক্কা খেল তৃণমূল। ২০ জুলাই সরকারের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আলোচনার দিন ধার্য করেছেন স্পিকার সুমিত্রা মহাজন। তাতে অসুবিধায় পড়ে গিয়েছে তৃণমূল।

  • |
Google Oneindia Bengali News

২১ জুলাইয়ের ২৫ বছর পূর্তিতে খানিকটা হলেও ধাক্কা খেল তৃণমূল। ২০ জুলাই সরকারের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আলোচনার দিন ধার্য করেছেন স্পিকার সুমিত্রা মহাজন। তাতে অসুবিধায় পড়ে গিয়েছে তৃণমূল। কেননা আলোচনায় অংশ নিয়ে পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে সব সাংসদের কলকাতায় ফিরে আসা কঠিন।

২১ জুলাই পালনে ধাক্কা! অগ্রাধিকার ঠিক করে দিলেন মমতা

সূত্রের খবর অনুযায়ী, স্পিকারের তরফে অনাস্থা নিয়ে আলোচনার জন্য ২০ জুলাই দিন ধার্য করার পরেই তৃণমূলের তরফে দিন বদলের জন্য আবেদন করা হয়। স্পিকার সঙ্গে সঙ্গে সেই আবেদন খারিজ করে দেন। ফলে সব সাংসদকে নিয়ে ২১ জুলাই পালনে বাধা তৈরি হয় তৃণমূলের অন্দরে।

যদিও মুশকিল আসান সেই তৃণমূল নেত্রী। তিনি দলীয় সাংসদদের জানিয়ে দেন অগ্রাধিকার দিতে হবে সংসদে অনাস্থা প্রস্তাবকেই। সেই মতোই তৈরি হচ্ছেন তৃণমূল সাংসদরা।

২১ জুলাই পালনে ধাক্কা! অগ্রাধিকার ঠিক করে দিলেন মমতা

শুক্রবার হইহট্টগোলের মধ্যে সংসদে বাদল অভিবেশন শুরু হয়। শুরু থেকেই টিডিপি সদস্যরা হট্টগোল চালিয়ে যেতে থাকেন। গণপিটুনি নিয়ে আলোচনার দাবি জানাতে থাকে তৃণমূল কংগ্রেসও। বিক্ষোভ দেখায় আরজেডিও। হট্টগোলের জেরে প্রথম দফায় মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন। স্পিকার অনাস্থা প্রস্তাব গ্রহণ করার কথা জানিয়ে, বিষয়টি নিয়ে আলোচনার দিন ধার্য করেন ২০ জুলাই শুক্রবার।

এদিকে অনাস্থা প্রস্তাব নিয়ে আত্মবিশ্বাসী সরকারি দল বিজেপি। সংসদীয় মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, মোদী সরকারের প্রতি বিরোধীদের বিশ্বাস না থাকতে পারে, কিন্তু দেশের মানুষের পুরো বিশ্বাস মোদী সরকারের ওপর রয়েছে।

English summary
Speaker Sumitra Mahajan turned down the TMC's request to change no trust motion date
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X