For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদি মমতার বাড়িতে ভাইফোঁটা! 'পরিচিত' ভাইয়ের অনুপস্থিতিতে জল্পনা

ভাইফোঁটাতেও এসে গেল শোভন চট্টোপাধ্যায়ের নাম। অন্য সবাইকে দেখা গেলেও এবার দিদি তথা তৃণমূল নেত্রীর বাড়িতে ভাইফোঁটায় দেখা পাওয়া গেল না তাঁকে।

  • |
Google Oneindia Bengali News

ভাইফোঁটাতেও এসে গেল শোভন চট্টোপাধ্যায়ের নাম। অন্য সবাইকে দেখা গেলেও এবার দিদি তথা তৃণমূল নেত্রীর বাড়িতে ভাইফোঁটায় দেখা পাওয়া গেল না তাঁকে। তিনি আমন্ত্রণ পাননি, নাকি আমন্ত্রণ পেয়েও তিনি আসেননি, তা অবশ্য জানা যায়নি। এই ঘটনায় শুরু হয়েছে জল্পনা।

দিদি মমতার বাড়িতে ভাইফোঁটা! পরিচিত ভাইয়ের অনুপস্থিতিতে জল্পনা

প্রত্যেক বছরে তৃণমূলের সর্বজন শ্রদ্ধেয় দিদি তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ভাইফোঁটার আয়োজন করেন। নিজের ভাইরা ছাড়াও হাজির থাকেন ফিরহাদ, অরূপ, শোভনরা। থাকেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সিরাও। তবে এবার সবাই হাজির থাকলেও, দেখা পাওয়া যায়নি দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে।

তৃণমূল সূত্রে খবর, প্রতিবছর ভাইফোঁটার তালিকায় কিছু সংযোজন কিংবা বিয়োজন হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। যাঁদের আমন্ত্রণ জানানো হয়, তাঁদের আগে থেকে ফোন করে বলে দেওয়া হয়, দিদির বাড়িতে ভাইফোঁটার দিন মোটামুটি ভাবে সকাল দশটায় হাজির থাকার জন্য। দিদির এই 'নির্দেশ' সাধারণভাবে কেউই অমান্য করেন না। ভাইফোঁটায় পোশাক উপহার ছাড়াও, দেওয়া হয় বড় লাঞ্চ প্যাক।

তবে গত বছর খানেক ধরেই শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলতে থাকায় একাধিকবার দিদির 'মোকাবিলা' করতে হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। বান্ধবী বৈশাখীর সঙ্গে সম্পর্কের জেরে দল কিংবা দলের বাইরে নানা কথাও শোনা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী ইস্তফা দিতেও চেয়েছিলেন শোভন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই তা গ্রহণ করেননি।

রাজনৈতিক মহলের একাংশের মতে যে শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতেই যাতায়াত করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, চোখে হারাতেন তাঁকে, ভাইফোঁটায় এহেন নেতার উপস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে বৈকি।

English summary
Sovan Chatterjee was absent in bhaiphonta celebration in Mamata Banerjee's house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X