For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোভন মন্ত্রী হচ্ছেন, তাহলে মেয়রের আসনে কে?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৭ মে : মমতা সরকারের দ্বিতীয় মন্ত্রিসভায় নতুন-পুরনো মিলিয়ে মোট ৪২ জন মন্ত্রীর নাম রয়েছে। মন্ত্রিসভার নতুন মুখের ভিড়ে জায়গা করে নিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়। ফলে নতুন মেয়রের খোঁজ পড়েছে। কে হবেন কলকাতা পুরসভার নতুন মেয়র তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। [রেড রোডে মমতার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কারা? জেনে নিন]

তৃণমূলের অন্দরেই একাধিক নাম ঘোরাফেরা করছে নতুন মেয়র হিসাবে। যদিও তৃণমূলের নেতা-কর্মীদের একটা বড় অংশই মনে করছেন দলের হেভিওয়েট নেতা এবং প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্তকে মেয়র করার কথা ভাবতে পারেন মুখ্যমন্ত্রী। [নির্বাচনে জিতেও মন্ত্রিত্ব হারালেন যে ৯ জন!]

শোভন মন্ত্রী হচ্ছেন, তাহলে মেয়রের আসনে কে?

যাদবপুরে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কাছে হেরেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত। রাজ্যের তৃণমূলের ঝড়ে কোথাও যেন মণীশ গুপ্তর হার খোঁচা হয়ে বিঁধছিল মমতার কাছে। যাদবপুরে রিগিং-এর অভিযোগও তুলেছিলেন তিনি। [মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন আরও ৪২ মন্ত্রী, রাজভবনে নামের তালিকা দিলেন মমতা]

শুধু নয়, তখনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, মণীশ গুপ্ত হেরে যাওয়ায় মন্ত্রিসভায় না থাকলেও তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হবে। আর সেই কারণেই মেয়র হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মণীশ গুপ্তর বলেই মনে করছেন অনেকে। [মমতার শপথগ্রহণ অনুষ্ঠান : রেড রোডের রঙ বদলে হল 'নীল-সাদা']

অন্যদিকে মমতা আভাস দিয়েছেন, শোভন চট্টোপাধ্যায়কে তাঁর বর্তমান পোর্টফোলিওর সমরূপ মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হবে। স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে সম্ভবত পুরমন্ত্রীর দায়িত্বে আনা হতে পারে শোভনকে। সেক্ষেত্রে ফিরহাদ হাকিম কোন দফতর পেতে চলেছেন তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। নগরোন্নয়ন এবং পুরবিষয়ক দফতরের দায়িত্বে ছিলেন ববি, এখন সম্ভবত এই দুটি দফতরকে ভাগ করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে নগরোন্নয়নের দায়িত্ব থাকতে পারে ববিরই হাতে।

English summary
Sovan Chatterjee in CM's new minister team, city to get new mayor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X