For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষে হার মানলেন শোভন! কলকাতা হাইকোর্টের রণাঙ্গনে মেনে নিলেন স্ত্রীর দাবিই

শেষপর্যন্ত হেরেই গেলেন শোভন চট্টোপাধ্যায়। স্ত্রী রত্নার কাছে শোচনীয় পরাজয় ঘটল ‘খোরপোশ’ মামলায়। হাইকোর্ট শুক্রবার সাফ জানিয়ে দিল, মেয়ের পড়াশোনার খরচ দিতে হবে শোভন চট্টোপাধ্যায়কেই।

  • |
Google Oneindia Bengali News

শেষপর্যন্ত হেরেই গেলেন শোভন চট্টোপাধ্যায়। স্ত্রী রত্নার কাছে শোচনীয় পরাজয় ঘটল 'খোরপোশ' মামলায়। হাইকোর্ট শুক্রবার সাফ জানিয়ে দিল, মেয়ের পড়াশোনার খরচ দিতে হবে শোভন চট্টোপাধ্যায়কেই। নিম্ন আদালতের পর উচ্চ আদালতেও কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা প্রাক্তনমন্ত্রীর হার হল স্ত্রীর কাছে।

শেষে হার মানলেন শোভন! মেনে নিলেন স্ত্রীর দাবিই

বিচ্ছেদের মামলা এখনও চলছে শোভন-রত্নার। সেই নিরিখে এখনও প্রাক্তন হননি রত্না। তা সত্ত্বেও 'খোরপোশ' মামলা চলছিল। আসলে এই 'খোরপোশ' মামলা মেয়ের পড়াশোনার জন্য। হাইকোর্ট জানিয়ে দেন শোভনবাবুকেই দিতে হবে মেয়ের পড়াশোনার যাবতীয় খরচ।

মেয়ের পড়াশোনার খরচের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়। আলিপুর আদালতে মামলা করে মেয়ের খরচের দাবি জানিয়েছিলেন। আলিপুর আদালত রায় দিয়েছিল মেয়ে সুহানি চট্টোপাধ্যায়কে পড়াশোনার খরচের জন্য শোভনকে মাসে ৪০ হাজার টাকা দিতে হবে। আর স্ত্রীকে দিতে হবে মাসে ৭০ হাজার টাকা।

আলিপুর আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন প্রাক্তন মেয়র। শুক্রবার সেই মামলার শুনানি ছিল এদিন। সেই মামলায় রত্না চট্টোপাধ্যায় ৮০ হাজার টাকা দাবি করেন। শোভন চট্টোপাধ্যায়, বলেন অত টাকা দেওয়ার মতো অবস্থা তাঁর নেই। তিনি শেষপর্যন্ত ৪০ হাজার টাকাই দেবেন বলে জানান। বিচারপতি সেই মতোই রায় দেন।

English summary
Ex Mayor Sovan Chatterjee have to pay education expenditure of daughter by order of High Court. He is agreed to pay this.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X