For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাগরি মার্কেট অগ্নিকান্ডে দায়ী ডিওডোরেন্ট-পারফিউম! ইঙ্গিত দমকল ও পুলিশ সূত্রে

১০ ঘন্টা পরে বাগরি মার্কেটের আগুন কিছুটা নিয়ন্ত্রণে। এমনটাই দাবি করেছে দমকল। কেননা ১০ ঘন্টা পরে তারা মার্কেটের ভিতরে ঢুকতে পেরেছেন।

  • |
Google Oneindia Bengali News

১০ ঘন্টা পরে বাগরি মার্কেটের আগুন কিছুটা নিয়ন্ত্রণে। এমনটাই দাবি করেছে দমকল। কেননা ১০ ঘন্টা পরে তারা মার্কেটের ভিতরে ঢুকতে পেরেছেন। এদিকে আগুন লাগার কারণ খুঁজতেও নেমে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসন। প্রাথমিকভাবে অনুমান মার্কেটের সামনে থাকা বিদ্যুতের স্তম্ভে শর্টসার্কিট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

বাগরি মার্কেট অগ্নিকান্ডে দায়ী ডিওডোরেন্ট-পারফিউম! ইঙ্গিত দমকল ও পুলিশ সূত্রে

বাগরি মার্কেট অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ভিলেন শর্টসার্কিট হলেও, অগ্নিকাণ্ডে দায়ী ডিওডোরেন্ট এবং পারফিউম। পুলিশ ও দমকল সূত্রে খবর বাগরি মার্কেটের সামনে থাকা বিদ্যুতের স্তম্ভ থেকে আগুনের ফুলকি গিয়ে পড়ে সামনে ঢাকা দিয়ে ফুটপাথের দোকানের ওপর। যার মধ্যে মজুত ছিল ডিওডোরেন্ট এবং পারফিউম। সেই থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাগরি মার্কেটকেও গ্রাস করে নেয়। এছাড়াও বাগরি মার্কেটে মধ্যেই ডিওডোরেন্ট এবং পারফিউমের মতো অতি দাহ্য বস্তু মজুত ছিল। মজুত ছিল প্লাস্টিকের খেলনা, খেলনা তৈরি সামগ্রি।

[আরও পড়ুন:আগুন নেভানো নিয়ে চাপানউতোর! সরকারি পদক্ষেপে নতুন দাবি ক্ষুব্ধ ব্যবসায়ীদের][আরও পড়ুন:আগুন নেভানো নিয়ে চাপানউতোর! সরকারি পদক্ষেপে নতুন দাবি ক্ষুব্ধ ব্যবসায়ীদের]

স্থানীয় যারা রাত আড়াইটে নাগাদ আাগুন ছড়িয়ে পড়তে দেখেছিলেন, তাঁরা নাকি জানিয়েছেন, আগুন প্রথমে দেখা গিয়েছিল বাগরি মার্কেটের সামনে। পরে তা বাগরি মার্কেটে ছড়িয়ে পড়ে।

[আরও পড়ুন:Live Fire- বাগরি মার্কেট অগ্নিকাণ্ডে ১০ ঘণ্টা পার, ৪৮ ঘণ্টা সময় লাগার সম্ভাবনা][আরও পড়ুন:Live Fire- বাগরি মার্কেট অগ্নিকাণ্ডে ১০ ঘণ্টা পার, ৪৮ ঘণ্টা সময় লাগার সম্ভাবনা]

English summary
Sources said, Primary cause of fire is Short circuit in front of the Bagri Market
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X